স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৫, ০১:৪৪ পিএম
লিটন দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত করার পর ওয়ানডে ও টেস্ট দলের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এখন থেকে তিন ফরম্যাটে তিন অধিনায়কের অধীনে খেলবে লাল-সবুজের দল। শান্তকে সরিয়ে গতকাল একদিনের ক্রিকেটে টাইগারদের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। নেতৃত্ব পেয়ে আজ প্রথম সংবাদ সম্মেলন করেছেন মিরাজ।
ওয়ানডেতে এক বছরের জন্য অধিনায়ক করা হয়েছে মিরাজকে। নিজের ক্যারিয়ারে বেশ কয়েকজনের অধিনায়কের অধীনেই খেলেছেন এই অলরাউন্ডার। মাশরাফি বিন মোর্তাজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের অধীনে খেলার সেই অভিজ্ঞতা এবার অধিনায়ক হিসেবে কাজে লাগাতে চান মিরাজ।
তিনি বলেন, ‘বাংলাদেশ দলে (ওয়ানডেতে) আমার অভিষেক হয়েছিল মাশরাফি ভাইয়ের অধীন। আমি (খেলোয়াড় হিসেবে) অনেক অধিনায়ককে পেয়েছি। এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা আমি হয়তো আমার এই অধিনায়কত্বের সময়ে কাজে লাগাতে পারব।’
মাশরাফি-সাকিব-তামিমরা যেভাবে অধিনায়ক হিসেবে শক্তভাবে সিদ্ধান্ত নিতেন সেভাবেই কাজ করতে চান জানিয়ে মিরাজ বলেন, ‘তাঁরা যেভাবে সিদ্ধান্ত নিতেন, শক্তভাবে সিদ্ধান্ত নিতেন, সে জিনিসগুলো আমি অনুসরণ করেছি যে কীভাবে নিতেন। অনেক সময় কঠিন পরিস্থিতিতে শক্তভাবে সিদ্ধান্ত নিতে হয় নিজের। অনেক সময় পক্ষে আসবে, অনেক সময় আসবে না। কিন্তু ওই সিদ্ধান্ত কীভাবে নিচ্ছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘যারা জুনিয়র আছে, তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে ওই পরামর্শগুলো দেব। আমরা যখন প্রথমে ঢুকেছিলাম, বড় ভাইয়েরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, চেষ্টা করব ওভাবে সাহায্য করার জন্য। ড্রেসিংরুমটাকে ওভাবে রাখার জন্য। যেন যেই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব না করে আমি একা, আমার সঙ্গে সবাই আছে।