স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫, ১১:৩৬ এএম
দিল্লিতে চলমান ২১তম গ্র্যান্ডমাস্টার্স আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে যান বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। তবে সফরসঙ্গী হিসেবে থাকা জাতীয় রেটিংধারী দাবাড়ু আছিয়া সুলতানাকে দিল্লি বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়ার ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন ৮০ বছর বয়সী রানী হামিদ।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) আছিয়াকে ‘ব্ল্যাকলিস্টেড’ হিসেবে চিহ্নিত করে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। তাদের অভিযোগ, আছিয়া সুলতানা পূর্বে চিকিৎসা ভিসায় ভারতে এসে কলকাতায় এক দাবা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন, যা ভিসার শর্ত লঙ্ঘনের আওতায় পড়ে।
এর ফলে আছিয়াকে রাত কাটাতে হয় বিমানবন্দরের ইমিগ্রেশন হোল্ডিং সেন্টারে, এমনকি দেখতে দেওয়া হয়নি তার লাগেজও। পরদিন বাধ্য হয়ে নিজের খরচে দ্বিগুণ দামে টিকিট কিনে ঢাকায় ফিরে আসতে হয় তাকে।
এই ঘটনায় আবেগতাড়িত হয়ে রানী হামিদ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'আমার খুব খারাপ লাগছে। যে মানুষটি আমার সঙ্গে এসেছিল, তাকে ঢুকতে দেওয়া হয়নি। পুরো রাত বসিয়ে রাখা হয়েছিল, ব্যাগও দেওয়া হয়নি। পরদিন তাকে দ্বিগুণ দামে টিকিট কিনে পাঠিয়ে দেওয়া হয়।'
এই মানসিক ধাক্কার প্রভাব পড়েছে রানী হামিদের খেলাতেও। প্রতিযোগিতার প্রথম ছয় রাউন্ডে তিনি মাত্র একটি ম্যাচ জিতেছেন, আর একটি ড্র করেছেন তুলনামূলক কম রেটিংধারী খেলোয়াড়ের বিপক্ষে।
তিনি আরও বলেন,'আমি কখনও একা ভ্রমণ করি না। বয়সের কারণে সব সময় একজন সঙ্গী রাখি। এবার আছিয়া ছিল আমার সঙ্গে। এখন একা হয়ে গেছি। মনোযোগ দিতে পারছি না খেলায়।'
বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) রানী হামিদ বলেন, 'তার পাসপোর্টে কোনও সমস্যা ছিল না, সব কাগজপত্র সঠিক ছিল। আগেরবার কেউ যদি জানাতো যে মেডিক্যাল ভিসায় দাবা খেলা বেআইনি, সে কখনও যেত না। তাকে অন্তত জরিমানা করে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেত। সে তো কোনও অপরাধ করেনি, শুধু দাবা খেলেছে।'
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দিল্লি দাবা অ্যাসোসিয়েশনের আতিথেয়তা ও টুর্নামেন্ট ভেন্যুর প্রশংসা করেন রানী হামিদ। দিল্লির ছত্রপুরে টিভোলি রিসোর্টে আয়োজিত প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন,'খেলার স্থান ও থাকার জায়গা একই হওয়ায় অংশ নিতে সুবিধা হয়েছে। আয়োজকরা খুব আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং টিকিট পাঠিয়েছে। এজন্য আমি কৃতজ্ঞ।'
দিল্লি দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি ভরত সিং চৌহান বলেন, 'এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে ভিসা সংক্রান্ত জটিলতা মাঝেমধ্যে দেখা যায়। সম্ভবত আগেরবার আছিয়া চিকিৎসা ভিসায় এসে দাবা খেলায় অংশ নেওয়ায় কেউ অভিযোগ করেছে। তাই তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এসব সমস্যা বড় ইভেন্ট আয়োজনের অংশ।'