images

স্পোর্টস / ফুটবল

সিঙ্গাপুর ম্যাচে তিন পয়েন্টের জন্যই লড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৯ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম‍্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই প্রায় ৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের দল। আসন্ন এ ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর। তবে ঘরের মাঠে এ ম্যাচে পুরো তিন পয়েন্টের জন্য লড়বেন হামজা চৌধুরিরা। আজ সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন অধিনায়ক জামাল।

হামজা-শমিত সোম-ফাহামিদুল ইসলামের মত প্রবাসী ফুটবলাররা দলে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ নিয়ে দর্শকদের আহ্রহ তুঙ্গে। ঘরের মাঠে এ ম্যাচও ব্যতিক্রম নয়। ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মুহূর্তেই। দর্শুকদের এমন আগ্রহ কি বাড়তি চাপ তৈরি করবে বাংলাদেশের ফুটবলারদের?

অধিনায়ক জামাল অবশ্য তা মনে করেন না। তিনি বলেন, ‘দশজন মানুষ থাকলে যে চাপ, ২০ হাজার মানুষ থাকলেও একই চাপ থাকবে। আমাদের কাজ পারফর্ম করা।’ তিনি আরও বলেন, ‘কতজন মানুষ ম্যাচটা দেখবে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। দিন শেষে দেশের জন্য জয়টাই লাগবে আমাদের। হ্যাঁ, এটা ঠিক, চাপ এবং এই উত্তেজনাটা আমরা অনুভব করি। কিন্তু খেলার সময় আমাদের চিন্তা থাকবে কীভাবে ম্যাচটা জেতা যায়।’

সিঙ্গাপুরের বিপক্ষে এ ম্যাচে আগে লিড নেওয়ার চিন্তা করছে বাংলাদেশ। এ বিষয়ে জামাল বলেন, ‘আমরা যদি এক গোল আগে দিতে পারি ভালো হবে। এটাও ঠিক আমাদের কিন্তু ক্লিনশিটও ধরে রাখতে হবে। যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তবে ফুটবলে জয়টাই মুখ্য। আপনি তিন গোলে জেতেন বা এক গোলে দিনশেষে পয়েন্ট পাওয়াই সবকিছু। আমাদেরও লক্ষ্য, তিন পয়েন্ট তুলে নেওয়া।’

ম্যাচের জন্য প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে জামাল আরও বলেন, ‘প্রায় ৯ দিন ধরে আমাদের ক্যাম্প চলছে। এরপরও আমি বলল সবকিছু ঠিকঠাক। আমাদের প্রস্তুতি ভালো। ভারত ম্যাচের পর থেকেই সবাই এই ম্যাচটা নিয়ে কথা বলছে। আমরাও আগামীকালের অপেক্ষায়। তিন পয়েন্টের জন্য পুরো দল লড়াই করতে প্রস্তুত।’