images

স্পোর্টস / ফুটবল

সিঙ্গাপুর ম্যাচের আগে শমিতকে নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক

০৯ জুন ২০২৫, ০৫:০২ পিএম

প্রবাসী বাংলাদেশী ফুটবলারদের আগমনে জাতীয় ফুটবল দল নিয়ে আগ্রহ বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সুতে অভিষেক হয়েছে হামজা চৌধুরির। এরপর ভুটান ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ইতালিপ্রবাসি ফাহামিদুল ইসলামের। এবার সিঙ্গাপুর ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে চাপাবেন শমিত সোম।

কানাডাপ্রবাসি এ ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ৪ জুন। ভুটান ম্যাচে মাঠে নামানো হয়নি তাঁকে। তবে আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাঁকে দেখা যেতে পারে একাদশে।

এর আগে আজ সংবাদ সম্মেলনে শমিতকে নিয়ে প্রশংসা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। শমিতকে খেলানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আজ অনুশীলনের পরে জানতে পারব। কারণ, শেষ মুহূর্ত পর্যন্ত যেকোনো কিছু হতে পারে। আর শমিতের কথা আগেও বলেছি। সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক ভালো। সে অনেক বিনয়ী।’

শমিতের প্রশংসা করে তিনি বলেন, ‘খেলার কলাকৌশল নিয়ে সবকিছু সরাসরি শেয়ার করতে পছন্দ করে। সবার সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। এমনকি অনুশীলন সেশনে সে সবাইকে মুগ্ধ করেছে। তার কী গতি আছে, সেটা দেখিয়েছে। সে আসলেই তৈরি। খেলার ধরন বুঝতে ব্যক্তিগতভাবে কয়েকটা মিটিং হয়েছে তার সঙ্গে। ভিডিও দেখার অনুরোধ সে করেছে। তার দলে যোগ দেওয়াটা আসলে ইতিবাচক।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আগের ম্যাচের চেয়ে উন্নতির চেষ্টা করি সব সময়। ভারতের বিপক্ষে অনেক ভালো খেলেছি। ভয়ডরহীন খেলা, শক্তি, গতি যা দরকার সবই ছিল। তবে লক্ষ্য হচ্ছে যে এই গ্রুপ থেকে সেরা দল হওয়া। কারণ, চার দলের মধ্যে সেরা থাকার চেয়ে বিকল্প কিছু নেই। আগামীকাল তিন পয়েন্ট পেতে আরও ভালো কীভাবে খেলা যায়, সেটা নিয়ে কাজ করছি।’