স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৫, ০৩:৫৪ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন হাইনরিখ ক্লাসেন। প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার জানালেন, দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, এমনকি দল জিতলেও সেটা তাকে স্পর্শ করত না। মাত্র কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ক্লাসেন। চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় ক্রিকেট সাউথ আফ্রিকা।
‘রাপোর্ট’ নামের দক্ষিণ আফ্রিকান এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্লাসেন বলেন, “অনেক দিন ধরে মনে হচ্ছিল, আমার নিজের পারফরম্যান্স বা দল জিতছে কি না- এসব কোনো কিছুরই গুরুত্ব নেই। এমন জায়গায় থাকা একদমই ঠিক না। চ্যাম্পিয়নস ট্রফির আগে কোচ রব ওয়াল্টারের সঙ্গে দীর্ঘ কথা হয়েছিল। তখনই বলেছিলাম, ভেতরে ভালো কিছু অনুভব করছি না। খেলার আনন্দটা হারিয়ে ফেলেছিলাম।”
ক্লাসেন জানালেন, সাবেক কোচ ওয়াল্টারের সঙ্গে আলোচনার পর তার পরিকল্পনা ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার। কিন্তু হেড কোচ ওয়াল্টার সরে দাঁড়ানো এবং কেন্দ্রীয় চুক্তি নিয়ে জটিলতা অবসরকে সহজ করে দেয়।
তিনি বলেন, “আমরা ভালোভাবেই পরিকল্পনা করেছিলাম ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সব কিছু। কিন্তু কোচ সরে দাঁড়ানোর পর আর চুক্তি নিয়ে কথাবার্তা যেমনটা চেয়েছিলাম, সেভাবে হয়নি। তখনই অবসরের সিদ্ধান্তটা সহজ হয়ে যায়।”
দীর্ঘদিন মাঠে ও সফরে কাটানোর পর অবশেষে পরিবারের কাছে ফিরে যেতে চান ক্লাসেন। বললেন, “এখন অন্তত ছয়-সাত মাস ঘরে থাকতে পারব। আমার পরিবার আমাকে দরকার। গত চার বছর অনেক কষ্টে গেছে, সবসময় ভ্রমণে থাকতে হয়েছে। এবার একটু বিশ্রাম দরকার।”
‘রাপোর্ট’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও ইংল্যান্ডের দ্য হানড্রেডে খেলার সুযোগ থাকায় জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ার সফর মিস করতেন ক্লাসেন। আর এ কারণেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তির বিষয়টা এগোয়নি।
এদিকে দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রব ওয়াল্টার। এরপর টেস্ট কোচ শুকরি কনরাডকেই সব ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকেই ভেবেছিলেন, কনরাডের সাথে সম্পর্ক ভালো নয় বলেই হয়তো অবসর নিয়েছেন ক্লাসে। তবে এ গুঞ্জণের ইতি টেনেছেন প্রোতিয়া এই মারকুটে ব্যাটার নিজেই।
তিনি বলেন, ‘শুকরি কনরাড প্রোটিয়াদের সব সংস্করণের কোচ হওয়ার আগেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যকার সম্পর্ক খুবই ভালো।’