স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ০২:৫৮ পিএম
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলনের ঘটনায় ১১ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার পর মুখ খুলেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। বুধবারের সেই মর্মান্তিক ঘটনার পর গম্ভীর স্পষ্ট ভাষায় বলেছেন, এভাবে রাস্তায় শো করা উচিৎ না, এবং কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।
সোজাসাপটা মন্তব্য করে গম্ভীর বলেন, “যত বড়ই উপলক্ষ হোক না কেন, এমন বাড়াবাড়ি উদযাপন বন্ধ করা উচিত। কারণ মানুষের জীবনের চেয়ে কিছুই গুরুত্বপূর্ণ নয়।”
আইপিএলে নিজেদের প্রথম শিরোপা জয়ের পর বুধবার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জন্য উৎসবের দিন। ভরা গ্যালারি, সংবর্ধনা আর বিজয় মিছিল- সবকিছু প্রস্তুত ছিল। কিন্তু স্টেডিয়ামের বাইরে হঠাৎ ভিড়ের চাপে পদদলিত হয়ে ঘটে গেল বিপর্যয়। প্রাণ হারালেন ১১ জন, আহত আরও অনেকে। এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছেন খেলোয়াড়রা, ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবাই।
গম্ভীর বলেন, “মানুষের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটা যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের সবাইকে আত্মসমালোচনায় যেতে হবে।” মুম্বাই থেকে বৃহস্পতিবার ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে যাত্রা করার আগে গম্ভীর বলেন, “আমি যখন খেলতাম, তখনও বলতাম এই একই কথা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আমি বলেছিলাম, রোড শো না করাই ভালো। মানুষের জীবনের মূল্য অনেক বেশি। ভবিষ্যতেও আমি এই কথাই বলব। আমরা চাইলে স্টেডিয়ামের ভেতরে বা সীমিত পরিসরে উদযাপন করতে পারি।”
তিনি আরও বলেন, “গতকালের ঘটনা সত্যিই বেদনাদায়ক। যাদের প্রিয়জন হারিয়েছে, তাদের প্রতি আমার সমবেদনা। আশা করি, ভবিষ্যতে এমন কিছু আর কখনো ঘটবে না। কারণ আমরা সবাই দায়িত্বশীল নাগরিক।”
গম্ভীর তাঁর ক্যারিয়ারে দু’বার খোলা বাসে বিজয় মিছিলে অংশ নিয়েছেন। একবার ভারতের হয়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ে, আরেকবার ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। গম্ভীর বলেন, “মুম্বাইয়ে সবকিছু এত ভালোভাবে সংগঠিত হয়েছিল যে কোনো ধরনের বিশৃঙ্খলার খবরই আসেনি। এমনকি গত বছর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও আবার মুম্বাইয়েই আরেকটি রোড শো হয়েছিল, সেটিও ছিল নিখুঁতভাবে পরিচালিত।”
ঘটনার সময় স্টেডিয়ামের ভেতরে উদযাপন চলছিল, আর বাইরে প্রাণ যাচ্ছিল মানুষজনের, এই ঘটনায় রীতিমতো সমালোচনার মুখে পড়েছে আরসিবি। এমনকি তাদের নাম রয়েছে পুলিশের দায়ের করা এফআইআরে।
গম্ভীর ফের মনে করিয়ে দেন, “পরিকাঠামো না থাকলে, এত বড় জনসমাগম সামলানোর মতো প্রস্তুতি না থাকলে, তাহলে রোড শো বাতিল করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। যত বড় ফ্যানবেসই থাক না কেন, কারও দায় নির্দিষ্ট করে বলাটা মুখ্য নয়। আমি খেলোয়াড় থাকাকালেও এই ধরনের উদযাপনের পক্ষে ছিলাম না, এখনো নেই এবং ভবিষ্যতেও থাকব না। জয় উদযাপন করতেই হবে, তবে সেটা মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়।”