images

স্পোর্টস / ফুটবল

ভোরে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

০৫ জুন ২০২৫, ১০:১০ পিএম

ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের উত্তাপ। ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক শুক্রবার অপেক্ষা করছে, কারণ ভোরে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান পরাশক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনা। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে দুই দল।

বাংলাদেশ সময় শুক্রবার (৬ জুন) ভোর ৫টায় এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচটি বিশেষভাবে নজরকাড়া, কারণ এটি ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচ। তবে দুঃসংবাদ হলো, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবু ভক্তরা হতাশ হওয়ার কিছু নেই, CBS Sports App ও Paramount+ এর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যাচটি।

অপরদিকে সকাল ৭টায় (৬ জুন) আরেক উত্তেজনাকর লড়াইয়ে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ন্যাশনাল হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে। এই ম্যাচটিও বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। বাংলাদেশের দর্শকদের জন্য এই ম্যাচটিও সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে না। তবে FanCode App এর মাধ্যমে অনলাইনে সরাসরি দেখা যাবে খেলাটি।

এছাড়া, বিভিন্ন অ্যাপ যেমন Sportify, HD Streamz ইত্যাদির মাধ্যমেও ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো মোবাইল বা অনলাইনে উপভোগ করা সম্ভব।

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ইতোমধ্যেই তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ২১ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। প্রতিটি দলই এখন পর্যন্ত ১৪টি করে ম্যাচ খেলেছে।