images

স্পোর্টস / ফুটবল

হামজার অভিষেক গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৪ জুন ২০২৫, ০৮:১৫ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশের মাটিতে আয়োজিত এই ম্যাচে অভিষেকেই জ্বলে উঠলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। ম্যাচের ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। এটিই জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল।

জাতীয় দলের হয়ে দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেই দর্শকদের ভালোবাসায় ভাসলেন হামজা। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন তিনি। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার থেকে বক্সের মধ্যে বল পেয়ে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান হামজা, ভুটানের গোলরক্ষক ছিলেন অসহায়।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

এদিন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তার কথা রেখেছেন। ম্যাচের শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। এছাড়া একাদশে ছিলেন আরেক অভিষিক্ত ফুটবলার কাজেম শাহ।

প্রায় পাঁচ বছর পর আবারও জাতীয় দলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে। এরপর দীর্ঘ সংস্কার কাজ শেষে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে এই স্টেডিয়াম।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানকে চাপে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। হামজার গোলে শুরুটা দারুণভাবেই করেছে দল।