images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশের সাবেক কোচ মালয়েশিয়ার ডিরেক্টর অব ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

০৪ জুন ২০২৫, ০৬:১২ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ ও সফল কোচ ডেভ হোয়াটমোরকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ২০২৫-২৬ সালের জন্য উচ্চমানের পারফরম্যান্স রোডম্যাপ বাস্তবায়নে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দেশটির বোর্ড।

১৯৯৬ সালে শ্রীলঙ্কার অবিশ্বাস্য বিশ্বকাপ জয়ে নেপথ্য কারিগর ছিলেন হোয়াটমোর। যুদ্ধবিধ্বস্ত শ্রীলঙ্কাকে যে কজন ব্যক্তি বিশ্বচ্যাম্পিয়ন বানাতে ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মালয়েশিয়ার ক্রিকেট কাঠামোকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে চান এই অস্ট্রেলিয়ান।

এমসিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডেভ হোয়াটমোর আন্তর্জাতিক অঙ্গনে বহু পূর্ণ সদস্য দেশের সঙ্গে কাজ করেছেন। তার অভিজ্ঞতা মালয়েশিয়াকে একটি শক্ত ভিতের ক্রিকেট কাঠামো গড়তে সহায়তা করবে। পুরুষ দলের পাশাপাশি নারী দলের গঠনে নেতৃত্ব দেবেন তিনি।’

ডেভ হোয়াটমোরের সঙ্গে একসঙ্গে পুরুষ দলের কোচ হিসেবেও বড় পরিবর্তন এনেছে এমসিএ। পাকিস্তানের সাবেক ব্যাটার বিলাল আসাদ হয়েছেন জাতীয় দলের নতুন প্রধান কোচ। আর ইমার্জিং দলকে দেখভাল করবেন মালয়েশিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার রাকেশ মাধভানন। 

ডেভ হোয়াটমোর এর আগে শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়কালেও তিনিই ছিলেন প্রধান কোচ। তার সময়েই বিশ্বমঞ্চে নিজেদের নতুন করে চেনাতে শুরু করে টাইগাররা।