images

স্পোর্টস / ক্রিকেট

চ্যাম্পিয়ন হয়ে কত পেল বিরাট কোহলিরা, ব্যক্তিগত পুরস্কার কে কী পেলেন

স্পোর্টস ডেস্ক

০৪ জুন ২০২৫, ০১:২৭ পিএম

ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্ট শুরুর ১৮ বছর পর প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল বিরাট কোহলির দল। ফাইনালে তারা হারিয়েছে পাঞ্জাব কিংসকে, যারা চতুর্থবারের মতো ফাইনালে উঠে আবারও শিরোপা হাতছাড়া করল।

মঙ্গলবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনালের পর ঘোষিত হয়েছে দলগত এবং ব্যক্তিগত পুরস্কার তালিকা। 

দেখে নেওয়া যাক কে কী পেল এই আসরে— 

১. চ্যাম্পিয়ন- বেঙ্গালুরু (ট্রফি ও ২০ কোটি ভারতীয় রুপি)।
২. রানার্সআপ- পাঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি রুপি)।
৩. অরেঞ্জ ক্যাপ (সবচেয়ে বেশি রান, ৭৫৯ রান)- সাই সুদর্শন (স্মারক ও ১০ লাখ রুপি)।
৪. পার্পল ক্যাপ (সবচেয়ে বেশি উইকেট, ২৫টি)- প্রসিধ কৃষ্ণা (স্মারক ও ১০ লাখ রুপি)।
৫. প্লেয়ার অব দ্য ফাইনাল - ক্রুণাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লাখ রুপি)।
৬. উদীয়মান ক্রিকেটার- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)।
৭. টুর্নামেন্টসেরা ক্যাচ- কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ রুপি)।
৮. টুর্নামেন্টসেরা ক্রিকেটার - সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লাখ রুপি)।
৯. সুপার স্ট্রাইকার্স অব দ্য ফাইনাল ম্যাচ- জিতেশ শর্মা (ট্রফি ও ১ লাখ রুপি)।
১০. ফ্যান্টাসি কিং অব দ্য ফাইনাল ম্যাচ- শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি।
১১. সুপার সিক্সেস অব দ্য ফাইনাল ম্যাচ (সবচেয়ে বেশি ছক্কা)- শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)।
১২. অন দ্য গো ফোরস অব দ্য ফাইনাল ম্যাচ (ফাইনালে সবচেয়ে বেশি চার)- প্রিয়াংশ আর্য (ট্রফি ও ১ লাখ রুপি)।
১৩. গ্রিন ডট বলস অব দ্য ফাইনাল ম্যাচ (ফাইনালে সবচেয়ে বেশি ডট বল)- ক্রুণাল পান্ডিয়া (স্মারক ও ১ লাখ রুপি)।
১৪. সুপার স্ট্রাইকার্স অব দ্য টুর্নামেন্ট- বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)।
১৫. ফ্যান্টাসি কিং অব দ্য টুর্নামেন্ট- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)।
১৬. সুপার সিক্সেস অব দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা)- নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লাখ রুপি)।
১৭. অন দ্য গো ফোরস অব দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টে সবচেয়ে বেশি চার)- সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)।
১৮ গ্রিন ডট বলস অব দ্য টুর্নামেন্ট (টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডট বল) - মোহাম্মদ সিরাজ (ট্রফি ও ১০ লাখ রুপি)।
১৯. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লাখ রুপি)।