images

স্পোর্টস / ফুটবল

আগামী বছর যেভাবে ব্যালন ডি’অর জিততে চান ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

০৩ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সদ্য শেষ হওয়া মৌসুমে ট্রেবল জয়ের দৌড়ে ছিল বার্সেলোনা। তবে ঘরোয়া লিগ ও কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় কাতালান ক্লাবটিকে। বার্সা চ্যাম্পিয়ন্স লিগের দৌড় থেকে ছিটকে যাওয়ার কারণে লামিনে ইয়ামালও ব্যালন ডি’অর জয়ের দৌড় থেকে পিছিয়ে পড়েন।

তবে বার্সেলোনা ও স্পেনের তরুণ এই তারকা নিরাশ হচ্ছেন না। বরং এবার না পারলেও আগামী বছরই এ পুরস্কার জয়ের পরিকল্পনাও করছেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন ইয়ামাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’কে এক দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল ব্যালন ডি’অর জয় নিয়ে বলেন, ‘যদি আগামী বছর আমি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস লিগ জিততে পারি, তবে এরপর ব্যালন ডি’অরও আসবে।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যালন ডি’অর নিয়ে ভাবি না। আমার মনে হয় শুধু এটা নিয়ে ভাবাটা বাজে ব্যাপার। আমি শুধু খেলা এবং জেতা নিয়েই ভাবি।’