images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএল ফাইনালে আরসিবির বিপক্ষে বোলিংয়ে পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক

০৩ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম

অবশেষে শেষ হতে চলেছে আইপিল। লম্বা সময় ধরে চলা এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে পাঞ্জাব কিংস। এর আগে এ দুই দলের কোনোটিই আর কখনো শিরোপা জেতেনি। প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবির বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব কিংস। 

বিরাট কোহলির ক্যারিয়ারে আছে অনেক অর্জন, কিন্তু আইপিএলের শিরোপাটা এখনও অধরাই। ১৭ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেও ট্রফির স্বাদ পাননি তিনি। এবার কি তবে হবে সেই বহু কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ? কোহলির এই শেষ সময়ের আগে তাঁর সতীর্থরাও চাইছেন তাকে উপহার দিতে প্রথম শিরোপা।

অন্যদিকে, পাঞ্জাব কিংসও এবার সুযোগ পেয়েছে নিজেদের ইতিহাস বদলানোর। দীর্ঘদিন ধরে তারা শুধু চমক দেখিয়ে গেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার তাদের কাপ্তান শ্রেয়াস আইয়ার, যিনি অন্য দলের হয়ে আইপিএল জয়ের অভিজ্ঞতা রাখেন। তার নেতৃত্বেই পাঞ্জাব স্বপ্ন দেখছে প্রথম শিরোপার। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ:
ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রুনাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল, জশ হ্যাজলউড।

পাঞ্জাব কিংস একাদশ:
প্রিয়ান্স আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমাতুল্লাহ ওমরজাই, বিজয়কুমার বৈশাখ, কাইল জেমিসন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।