images

স্পোর্টস / ক্রিকেট

তীব্র যানজটে আটকা ওয়েস্ট ইন্ডিজ দল, পেছাল টস

স্পোর্টস ডেস্ক

০৩ জুন ২০২৫, ০৬:২১ পিএম

লন্ডনের তীব্র যানজটে আটকে পড়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামে পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। ফলে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শুরুই হলো দেরিতে। নির্ধারিত সময়ে টস হওয়ার কথা ছিল দুপুর ১২টা ৩০ মিনিটে, কিন্তু সময়মতো মাঠে আসতে না পারায় পেছাতে হয় টস।

বলা হচ্ছিল, সিরিজের শেষ ম্যাচটি আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটতে পারে। ইংলিশ খেলোয়াড়েরা তখন ওয়ার্মআপে ব্যস্ত, আর মাঠকর্মীরা পিচ ঢেকে রাখছিলেন কাভারে। তবে খেলা শুরুর পাঁচ মিনিট আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, দেরির কারণ আবহাওয়া নয়, বরং ওয়েস্ট ইন্ডিজ দলের সময়মতো মাঠে না পৌঁছানো।

আরও পড়ুন- আইপিএলের ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা জিতবে যে দল

আরও পড়ুন- তিন এআইয়ের একই ভবিষ্যদ্বাণী, আইপিএল চ্যাম্পিয়ন হবে যে দল

"একটি দলের দেরিতে পৌঁছানোর কারণে খেলা দেরিতে শুরু হবে," বলেন ইসিবির এক মুখপাত্র। "সব খেলোয়াড় মাঠে পৌঁছানোর পর ম্যাচ অফিসিয়ালরা নতুন সময় ঠিক করবেন এবং ম্যাচ সূচিতে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে আলোচনা করবেন।"

ওয়েস্ট ইন্ডিজ দল অবস্থান করছিল চেলসি হারবার হোটেল অ্যান্ড স্পাতে, যা দ্য ওভাল থেকে প্রায় ৪ মাইল দূরে। তবে তাদের বাস ভক্সহল ক্রস এলাকায় ট্রাফিক লাইট বিকল হওয়ার কারণে আটকে পড়ে। ট্রান্সপোর্ট ফর লন্ডন জানায়, কেনিংটন এলাকায় যানজট চরমে পৌঁছেছে এবং চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক মুখপাত্র জানান, "কিছু রাস্তা বন্ধ ছিল, সে কারণেই আমাদের যাত্রায় দেরি হয়েছে।"

অবশেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বাস মাঠে পৌঁছায়। ফলে টস হয় ১টা ১০ মিনিটে, আর খেলা শুরু হয় ১টা ৩০ মিনিটে। ওয়েস্ট ইন্ডিজ মাঠে না পৌঁছালেও ইংল্যান্ড তখনও ওয়ার্মআপ চালিয়ে যাচ্ছিল। এমনকি তিনজন ইংলিশ ক্রিকেটার- জ্যাকব বেথেল, আদিল রশিদ ও জো রুট- লাইট-বাইক নিয়ে সাময়িকভাবে মাঠ ছেড়ে যান, যখন নিশ্চিত হয়ে যায় যে খেলা পেছাবে।

ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তারা এখনো লড়াই করছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় র‍্যাঙ্কিং পয়েন্টের জন্য।