images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলের ফাইনালে কী বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক

০৩ জুন ২০২৫, ১২:৫৭ পিএম

আহমেদাবাদের মাটিতে আবারো ইতিহাস রচনার দ্বারপ্রান্তে আইপিএল! ২০১৬ সালের পর প্রথমবারের মতো আইপিএল পেতে চলেছে এক নতুন চ্যাম্পিয়ন। কেননা দুটি দলই এখনও পর্যন্ত একবারও আইপিএল শিরোপা জিততে পারেনি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। 

দুই দলের ভারসাম্য ও সাম্প্রতিক পারফরম্যান্স দেখে সমানভাবে সম্ভাবনা দেখছেন ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, 'আমি জানি না কাকে এগিয়ে রাখব। দুটো দলই দারুণ খেলেছে। দারুণ ভারসাম্য রয়েছে। এটা নিঃসন্দেহে একটা রোমাঞ্চকর ফাইনাল হতে চলেছে।' 

বিরাট কোহলির শেষ সুযোগ। কেননা ২০০৮ সাল থেকে আইপিএল খেললেও এখনও অধরা কোহলির ট্রফি। বারবার ফাইনালে এসে হোঁচট খাওয়ার পর, এবার কি সেই স্বপ্নপূরণ হবে? বহু সমর্থকের মত, এবারই সেই বহুল কাঙ্ক্ষিত মুহূর্ত আসতে চলেছে।

অন্যদিকে, অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটিং ও কৌশলী নেতৃত্বে দুর্দান্ত ছন্দে পাঞ্জাব কিংস। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার ম্যাচে শ্রেয়সের ব্যাট থেকে আসা ছক্কার বৃষ্টি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সৌরভের মন্তব্য, 'শ্রেয়স দারুণ ব্যাট করেছে। চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে খেলাটাই তো আসল ম্যাচউইনারের পরিচয়।'

সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, ম্যাচের ভাগ্য নির্ধারণে টস ও কন্ডিশন বড় ভূমিকা নিতে পারে। 'পিচ এবং কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিতে হবে। রাতের শিশির বা বৃষ্টি ফ্যাক্টর হলে টসে জিতে আগে ফিল্ডিং করাই ভালো।'

আমেদাবাদের উইকেট সাধারণত ব্যাটসম্যানদের সহায়ক হলেও, শিশির পড়লে বোলিং কঠিন হয়ে পড়ে। তাই টস জেতা মানে একধাপ এগিয়ে থাকা। 

সৌরভ আলাদা করে প্রশংসা করেছেন পাঞ্জাব কিংসের ভারসাম্যপূর্ণ স্কোয়াডের। 'এই দলের সবচেয়ে বড় গুণ হলো, ওরা চাপের মধ্যে ভালো খেলে। ব্যাটিং লাইনআপ দুর্দান্ত, সহজেই রান গতি বাড়াতে পারে।'

একইসঙ্গে তিনি মনে করেন, প্রত্যাশার চাপ বিরাট কোহলির পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। 'এই পর্যায়ের ক্রিকেটে চাপ থাকেই। সেটা বাধা হবে না। বিরাট বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। তিনি অনবদ্য ক্রিকেটার। এই ফাইনাল তাঁর কাছে আরেকটা বড় ম্যাচ।'

সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, 'এবার নতুন একটি দল চ্যাম্পিয়ন হবে।' সেই ভবিষ্যদ্বাণী আজ বাস্তবে রূপ নিচ্ছে। একদিকে অভিজ্ঞ বিরাট কোহলি, অন্যদিকে ঠান্ডা মাথার উদীয়মান অধিনায়ক শ্রেয়স আইয়ার। আজকের এই হাইভোল্টেজ ম্যাচ একে অপরকে ছাড়িয়ে যেতে প্রস্তুত। 'ফাইনালে যারা ভালো খেলবে, তারাই জিতবে,' বলেছেন সৌরভ।