স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১১:৫৬ এএম
রোলাঁ গারোর লাল কোর্টে আরেকটি ইতিহাস গড়লেন সার্বিয়ান টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ। ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে নিজের ১৯তম কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি, যা কোনো একক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে রেকর্ড। এ ম্যাচের মধ্য দিয়ে ফ্রেঞ্চ ওপেনে তার জয়সংখ্যাও ছুঁয়েছে শতকের ঘর।
নরির বিপক্ষে ম্যাচটি ছিল জোকোভিচের জন্য অনেক দিক থেকেই তাৎপর্যপূর্ণ। কোর্টে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন বিশ্বের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। মাত্র দুই ঘণ্টারও কম সময়ে ব্রিটিশ প্রতিপক্ষ নরিকে হারান ৬-২, ৬-৩, ৬-২ গেমে।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন,'ভালো লাগছে। আমি জানি আরও ভালো খেলতে পারি। এটা অবশ্য দারুণ ব্যাপার। কিন্তু ১০১ নম্বর জয় পেলে সেটা আরও ভালো হবে। আমি নিজেকে সম্মানিত মনে করছি... কিন্তু আমার ধারাবাহিকতা প্রয়োজন।'
জোকোভিচ এখন পর্যন্ত রোলাঁ গারোয় ১০০টি জয় তুলে নিয়েছেন, যা এই কোর্টে তার অসামান্য দক্ষতা এবং ধারাবাহিকতার প্রতিচ্ছবি। বয়স ৩৮ পেরোলেও শারীরিক এবং মানসিক দৃঢ়তায় তিনি এখনও শীর্ষ পর্যায়ে পারফর্ম করে চলেছেন।
শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ হতে যাচ্ছেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। এই দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। এখন পর্যন্ত মুখোমুখি ১৩ ম্যাচে জোকোভিচ এগিয়ে আছেন ৮-৫ ব্যবধানে। তবে তাদের সর্বশেষ লড়াইয়ে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চোটের কারণে ম্যাচ শেষ না করেই বিদায় নিতে হয় জোকোভিচকে।
জভেরেভ এখন ফর্মে আছেন। ক্লে কোর্টে তার সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত। ফলে কোয়ার্টার ফাইনালটি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ ও কঠিন লড়াইয়ের এক মঞ্চ।