images

স্পোর্টস / ক্রিকেট

টানা ৫ ম্যাচ হেরেও যে ইতিবাচক দিক খুঁজে পেলেন টাইগারদের প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক

০২ জুন ২০২৫, ০২:১২ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ আছে বেকায়দায়। টানা দুইটি সিরিজ হেরেছে লাল-সবুজের দল। অধিনায়ক লিটন দাসের অধীনে প্রথম দুই সিরিজের কোনোটিতেই জয়ের দেখা পায়নি টাইগাররা। এর মধ্যে আবার আইসিসির সহযোগী দেশের কাছে হারও আছে। তবে দল টানা সিরিজ হারের মাঝে থাকলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন প্রধান কোচ ফিল সিমন্স।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে গতকাল মাটে নেমেছিল বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচের মত এ ম্যাচেও হারেরস্বাদই পেতে হয়েছে টাইগারদের। ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করালেও বোলাররা তা ডিফেন্ড করতে পারেননি। দলের ফিল্ডিংও ভালো হয়নি।

এদিকে প্রথম দুই ম্যাচ হারায় পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি হিসেবে টাইগাররা সংযুক্ত আরব আমিরাত সফর করেছে। সেখানে আইসিসির এ সহযোগী দেশটির কাছেও সিরিজ হারের লজ্জা পেতে হয়েছে লিটন দাসদের।

সবশেষ এ দুই সিরিজ মিলিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি হেরেছে টানা ৫ ম্যাচ। এদিকে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন তিনি।

সিমন্স বলেন, ‘সবচেয়ে ইতিবাচক হলো, আমরা চেষ্টা করছিলাম এই উদ্বোধনী জুটিকে কার্যকর করতে। তারা দেখিয়েছে, একসঙ্গে কতটা বিধ্বংসী হতে পারে ওরা।’ বলে রাখা ভালো, আগে ব্যাট করতে নেমে গতকাল তানজিদ তামিম ও পারভেজ ইমনের উদ্বোধনী জুটি স্কোরবোর্ডে তুলেছিল ১১০ রান।

এর পাশাপাশি উন্নতি করার সেই পুরনো বুলি ফের আউড়েছেন সিমন্স। পাকিস্তান সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে নতুন যাত্রা শুরুর কথা থাকলেও তা হয়নি। তাই বলে উন্নতি করার আশা একেবারে ছাড়ছেন না সিমন্স। তিনি বলেন, ‘অবশ্যই দ্রুত উন্নতি করতে চাইব আমরা। সাদা বলের সিরিজের আগে দুটি টেস্ট ম্যাচ আছে শ্রীলঙ্কায়। সেই সিরিজ চলতে থাকার সময় অন্য কাজও চলতে থাকবে। আমাদের উন্নতি করতেই হবে।’

সিরিজ হারের হতাশা নিয়ে তিনি বলেন, ‘যেকোনো সিরিজ হারই হতাশাজনক। আমরা চেষ্টা করছি, কিছু জিনিস গড়ে তুলতে ও কিছু ব্যাপার বদলাতে। দলে তরুণ ক্রিকেটার আছে বেশ কজন। হতাশা আছে, তবে ততটা নয়। থিতু হওয়া একটা দল নিয়ে হারলে বরং বেশি হতাশ লাগত।’