স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছে লিটন দাসের দল। তাই আজকের ম্যাচটি হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের।
তবে টস ভাগ্য আজও সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।
এদিকে এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৯২তম খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে পেসার সৈয়দ খালেদ আহমেদের। ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার এর আগে দেশের হয়ে ১৬টি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন। তবে শরিফুল ইসলামের ইনজুরির কারণে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ , হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব
পাকিস্তান একাদশ- সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, শাদাব খান, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, আব্বাস আফ্রিদি ও হাসান আলি।