images

স্পোর্টস / ক্রিকেট

পিএসজির শিরোপা জয় রূপ নিল বিষাদে, নিহত ২

স্পোর্টস ডেস্ক

০১ জুন ২০২৫, ০৫:১৯ পিএম

প্যারিস সেন্ট-জার্মেইন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের সেরা ক্লাব হওয়ার গৌরব অর্জন করেছে। ঐতিহাসিক এই জয়ের পর প্যারিস জুড়ে দেখা গেছে উল্লাস আর উদযাপনের ঢল। শঁজেলিজে অ্যাভিনিউ এবং পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের সামনে প্রায় ৫০ হাজার সমর্থক বড় স্ক্রিনে ম্যাচ উপভোগ করে, আর জয়ের পরপরই তারা নেমে আসে রাস্তায়। 

শহরের বাতাসে ভেসে বেড়ায় গান, নাচ আর গাড়ির হর্নের আওয়াজ। এমন আনন্দঘন মুহূর্তে আইফেল টাওয়ারও আলোকিত হয় পিএসজির নীল-লাল রঙে, আর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ বার্তা দেন, “পিএসজি-এর জন্য গৌরবময় দিন! ব্রাভো, আমরা সবাই গর্বিত। আজ রাতে প্যারিস ইউরোপের রাজধানী।”

তবে রাত যত বাড়তে থাকে, ততই উচ্ছ্বাসের রূপ বদলাতে শুরু করে। দাঙ্গাকারীরা শঁজেলিজেতে আতশবাজি ও ফ্লেয়ার ছুঁড়ে, বাসস্টপ আর দোকান ভাঙচুরের চেষ্টা করে, এমনকি কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫,৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়, যারা জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে। 

রাত শেষে পুলিশ প্রায় ৫০০ জনকে গ্রেফতার করে,এছাড়া ফাইনালের বিজয় উদ্যাযাপনকালে ফ্রান্সে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৯২ জন। যাদের বেশিরভাগের বিরুদ্ধে জনশৃঙ্খলা লঙ্ঘন এবং আতশবাজি বহনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানায়, “শঁজেলিজেতে উচ্ছৃঙ্খল সমর্থকরা বারবার পুলিশকে লক্ষ্য করে বড় আতশবাজি ও অন্যান্য বস্তু ছুঁড়েছে।” 

এদিকে প্যারিসের বাইরে, দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলে পিএসজি সমর্থকদের ওপর একটি গাড়ি উঠে গেলে একই পরিবারের চারজন আহত হয়, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, চালক নিজেই আত্মসমর্পণ করেছে এবং এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সে ইচ্ছাকৃতভাবে হামলা করেছে।

পিএসজির এই জয়ের আনন্দে রবিবার শঁজেলিজেতে হবে একটি বিজয় মিছিল, যেখানে হাজার হাজার সমর্থক ভিড় করবেন তাদের প্রিয় দলকে স্বাগত জানাতে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অফিস থেকে জানানো হয়েছে, তিনি স্বয়ং খেলোয়াড়দের অভিনন্দন জানাবেন। সব মিলিয়ে, পিএসজির জন্য এটা এক ঐতিহাসিক রাত, যা প্যারিস শহরকে একসাথে উল্লাস, উত্তেজনা আর কিছুটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে।