images

স্পোর্টস / ক্রিকেট

বিসিবির সভাপতি পরিবর্তনের কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

ঢাকা মেইল ডেস্ক

৩১ মে ২০২৫, ১০:৩৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পরিবর্তনের কারণ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘পারফরমেন্স খারাপ হওয়ার কারণে এবং দেশের ক্রিকেটের অবনতি রোধ করতেই বিসিবির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। 

শনিবার ৩১ মে) পল্টনে হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৫তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আসিফ।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমার অধীনে ক্রিকেটের পতন হতে দিতে পারি না। বিসিবি থেকে আমাদের কিছু প্রত্যাশা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। কিন্তু এরপর থেকেই পারফরমেন্সের অবনতি ঘটে। আমি ব্যক্তিগতভাবে ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। কোনো দুর্নীতির কারণে তাকে অপসারণ করা হয়নি। পারফরমেন্সের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আসিফ মাহমুদ বলেন, ‘ক্রিকেট মাঠে কোনো খেলোয়াড় যদি নিয়মিত ব্যর্থ হয়, তাহলে কি তাকে নির্বাচকরা দলে রাখবে! এখানেও সেটা হয়েছে। এছাড়া ক্রিকেটের সঙ্গে জড়িত স্টেকহোল্ডারদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘বিসিবির নয়জন পরিচালকের মধ্যে আটজন ফারুক আহমেদের বিপক্ষে অনাস্থা প্রকাশ করে এনএসসিতে চিঠি পাঠায়। এই মুহূর্তে মাত্র নয়জন পরিচালক আছেন। অন্যরা ৫ আগস্টের পর পালিয়ে গেছেন। বেশিরভাগ পরিচালক তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।’

আসিফ জানান, ‘নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি আইসিসিকে জানানো হয়েছে। আইসিসিও এটিকে স্বাগত জানিয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘অনেকেই আইসিসি থেকে নিষেধাজ্ঞার কথা বলছে। কিন্তু আমাদের আইসিসির সঙ্গে যোগাযোগ রয়েছে। যিনি এখন সভাপতি (আমিনুল ইসলাম) হয়েছেন, তিনি দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি আইসিসির অজানা নয়। নতুন নেতৃত্ব নিয়ে সাধুবাদ জানিয়েছে আইসিসি।’

আইসিসির নির্দেশিকা অনুসারেই নতুন বিসিবি সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। 

তিনি বলেন, ‘আমি আমিনুল ইসলাম বুলবুল ভাইকে চিনি না। আমি ফারুক ভাই সম্পর্কেও জানি না। আমি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। তাদের মতামতের ভিত্তিতে আমরা প্রথমে ফারুক আহমেদকে এনএসসির মাধ্যমে নিয়ে এসেছিলাম।’

নতুন বোর্ড সভাপতি নিয়োগে সরকারি কোন হস্তক্ষেপ ছিল না বলে জানান আসিফ মাহমুদ। বলেন, ‘প্রশাসনিকভাবে ভালো কাজ হয়নি। বাংলাদেশের ক্রিকেটের অবনতি হচ্ছিল। এটি জাতীয় উদ্বেগের বিষয়। ক্রিকেটের উন্নতির জন্য আমরা আবারও বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি।’ 

আসিফ বলেন, ‘এখানে কোনো সরকারি হস্তক্ষেপ নেই। সরকারের দুজন পরিচালক নিয়োগের ক্ষমতা রয়েছে। সরকার সেখানে পরিবর্তন এনেছে। এর ফলে সভাপতি বদলে গেছে। সেখানে দ্রুত নতুন সভাপতি এসেছে।’

এএইচ