images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তানের কাছে সিরিজ হারের পর লিটনের যত অজুহাত

স্পোর্টস ডেস্ক

৩১ মে ২০২৫, ১০:৪১ এএম

আরব আমিরাতের মত আইসিসির সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার পাকিস্তানের কাছেও সিরিজ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর গতকাল ম্যান ইন গ্রিনদে বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল লাল-সবুজের দল। তবে এবারও ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ৫৭ রানের হারে খোয়াতে হয়েছে সিরিজ।

সিরিজের প্রথম ম্যাচেও বড় লক্ষ্য গড়েছিল পাকিস্তান। ব্যতিক্রম হয়নি গতকালের ম্যাচেও। আগে ব্যাট করে ২০১ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ম্যান ইন গ্রিনরা। লক্ষ্য তাড়া করতে নেমে কোনো প্রতিরোধই গড়তে পারেনি লাল-সবুজের দল।

আরও পড়ুন- যেসব অনিয়মের কারণে বিসিবির সভাপতি পদ হারালেন ফারুক

আরও পড়ুন- বিসিবির নতুন সভাপতি বুলবুল

টানা উইকেট হারিয়ে বাংলাদেশের সিরিজ শেষ পর্যন্ত থামে ১৪৪ রানেই। দলের হয় সর্বোচ্চ ৫০ রান করেন পেসার তানজিম সাকিব। এদিকে সিরিজ হারের পর লিটন দাস বলেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

শরিফুলের চোটে পড়াই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছে জানিয়ে লিটন বলেন, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, তখন মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ, আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে। তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান...আমি যেকোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’

গতকাল ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিয়ে গিয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিল লিটন দাসের। এর পরের বলেই আউট হন লিটন। এ বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘ক্রিকেটে আপনার বেসিক জিনিসগুলো করতে হবে। এটা (রান নেওয়া) তো বেসিক। এ মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো অনুসরণ করছি না। আপনি যদি ব্যাক টু ব্যাক দুটি উইকেট দেখেন, আমরা ২টি রান নিইনি। আমি এটিকে দোষ দিচ্ছি না। তবে আমাদের এদিকে মনোযোগ দিতে হবে।’