ঢাকা মেইল ডেস্ক
৩০ মে ২০২৫, ১০:৩৬ পিএম
সফরকারী বাংলাদেশকে আজও বড় লক্ষ্যের সামনে দাঁড় করিয়ে দিল পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভার থেকে মাত্র ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা করল ২০১ রান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২০২।
শুক্রবার (৩০ মে) লাহোরে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টায়। টসে জিতে ব্যাট করা সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
ওপেনিংয়ে নেমে সাইম আইয়ুব মাত্র চার রানে ফিরে গেলেও আরেক ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট ওঠে গর্জে। বাংলাদেশি বোলারদের তুলোধুনা করে মাত্র ৪১ বলে ৭৪ রান করেন এই ব্যাটার। যার মধ্যে রয়েছে চারটি চার ও ছয়টি বিশাল ছক্কার মার।
এছাড়া পাকিস্তানের পক্ষে অন্য ব্যাটারদের মধ্যে মোহাম্মদ হারিস ৪১, হাসান নেওয়াজ অপরাজিত ৫১ এবং সালমান আগা ১৯ রান করেন।
অন্যদিকে বাংলাদেশি বোলারদের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ডানহাতি দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। স্পিনার রিশাদ হোসাইন নেন এক উইকেট।
তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে তারা ৩৭ রানে হেরেছিল। সেদিনও লক্ষ্য ছিল ২০২। আজও তাই। পারবে তো টাইগাররা?
এএইচ