ঢাকা মেইল ডেস্ক
৩০ মে ২০২৫, ০৯:০৮ পিএম
লাহারে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক পাকিস্তান। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এর আগে বুধবার (২৮) একই মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরে যায় সফরকারী বাংলাদেশ।
সেদিনও আগে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা করেছিল ২০১, লক্ষ্য ছিল ২০২। বড় এ লক্ষ্য টপকাতে ব্যাট করতে নেমে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ফলে সিরিজে সমতায় ফিরতে হলে দ্বিতীয় ম্যাচে তাদের জয়ের কোনো বিকল্প নেই। আর আজও যদি হেরে যায়, তাহলে হোয়াইট ওয়াশের শঙ্কায় পড়ে যাবেন লিটন কুমাররা। ২-০তে এগিয়ে যাবে পাকিস্তান।
এএইচ