স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫, ০৫:০১ পিএম
লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে হেরে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ০–১ ব্যবধানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল।
অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হারানোর পর আরও একটা টি-টোয়েন্টি সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় লিটনের দল। হাসান আলীদের বিপক্ষে জিততে চাইলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।আগের ম্যাচের ভুল শুধরে সবাইকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার তাগিদ তার।
হাবিবুল বাশার বলেন, ‘দল হিসেবে আমার কেন জানি মনে হচ্ছে, আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। এ দলটা নিয়েই কিন্তু আমরা অনেক বড় দলের বিপক্ষে জিতেছি, সাম্প্রতিক সময়ে। এখন সহযোগী দলের বিপক্ষেও ওতটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। আত্মবিশ্বাসের অভাব খুব বেশি প্রকট মনে হচ্ছে। আমরা আমাদের যে পারফরম্যান্স সেটা করতে পারছি না।’
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ স্বীকার করেছেন, পাকিস্তান দারুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। তবে একই সঙ্গে তিনি নিজের দলের উন্নতির পথও দেখিয়ে দিয়েছেন। মুশতাক বলেন, ‘প্রথমেই পাকিস্তান দলকে কৃতিত্ব দিতে হয় ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে। তবে আমাদের নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমি বিশ্বাস করি, আমরা ঘুরে দাঁড়াতে পারব।
প্রথম ম্যাচে স্পিন বিভাগে বাংলাদেশ আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে রিশাদ হোসেন ছিলেন বিবর্ণ, যেখানে পাকিস্তানের হয়ে শাদাব খান বল ও ব্যাট হাতে প্রভাব রেখেছেন। তবে তরুণ লেগস্পিনার রিশাদকে ঘিরে এখনও আশাবাদী মুশতাক।
'রিশাদ একজন ম্যাচ–উইনার। আমি আশা করি, ও শিখবে। ফিল্ড সেটআপ ও ব্যাটসম্যানদের মনোভাব পড়া শেখা জরুরি। সামনের দিনে সে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, ইনশাআল্লাহ,’ বলেন মুশতাক।
স্পিনারদের মানসিকতা ও কৌশলের দিকেও গুরুত্ব দিয়েছেন মুশতাক। বলেন, ‘সাদা বলের ক্রিকেটে উইকেট নিতে হবে এই ভাবনা নিয়ে নামতে হয়। মাঝের ওভারে যদি দুই-তিনটা উইকেট নিতে পারো, তাহলে ম্যাচের মোড় ঘুরে যায়। শুধু বল নয়, ফিল্ডিং দিয়েও আক্রমণ করতে হবে।’
ব্যাটিং নিয়ে কোচের উদ্বেগ মূলত মাঝের ওভারগুলো ঘিরে। ‘২০০ রান তাড়া করতে গেলে রান রেট ১৩ ওপর যেতে দেওয়া যাবে না। আমরা কৌশলগতভাবে একটু পিছিয়ে পড়েছি,’ মন্তব্য করেন তিনি।
সবকিছু মিলিয়ে দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না অভিজ্ঞ এই কোচ। ‘পারফরম্যান্সই আত্মবিশ্বাস এনে দেয়। আমাদের শুধু কৌশলগতভাবে আরও পরিণত হতে হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, আর লড়াইটা দেখাতে হবে। এই দলটার সেই সামর্থ্য আছে,” বলেন মুশতাক আহমেদ।’