স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৫, ০৮:৩০ পিএম
সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা, যার প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টসে হেরেছেন লাল-সবুজের দলের অধিনায়ক লিটন দাস। সফরকারীদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা।
পাকিস্তানের বিপক্ষে এ সিরিজের একাদশে দলে দুই অভিজ্ঞ পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। তাসকিন আহমেদের পাশাপাশি দল থেকে ছিটকে গেছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমানও। আজ প্রথম ম্যাচে বোলিং আক্রমণে পেসার হিসেবে তানজিম সাকিবের সঙ্গে আছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ওপেনিংয়ে আছেন পারভেজ ইমন ও তানজিদ তামিম। এছাড়া ব্যাটারদের মধ্যে আরও আছেন লিটন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন ও মেহেদী হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন টাইগারদের একাদশে।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।