স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৫, ১১:৩৯ এএম
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটে-বলে অন্যতম বড় নাম সাকিব আল হাসান। যদিও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় দলের বাহিরে রয়েছেন। একই সঙ্গে বোলিং বৈধতা ফিরিয়ে সাতমাস পরে পিএসএল দিয়ে মাঠে ফিরেছনে, তবে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। কিন্তু টাইগারদের পাকিস্তান সিরিজের আগে উঠে এসেছে তার নাম, টি-টোয়েন্টি ফরম্যাটে তার পরিসংখ্যান এখনো তাকে অন্যতম মূল ভরসা করে রেখেছে।
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল ব্যাটার হচ্ছেন সাকিব আল হাসান।
২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, সেই ম্যাচেই দলে ছিলেন সাকিব। এরপর ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তিনি মোট ১১টি ম্যাচ খেলেছেন। এই ১১ ইনিংসে সাকিবের রান ৩৬০। তার ব্যাটিং গড় ৪০ এবং স্ট্রাইক রেট ১৩২.৩৫। যা টি-টোয়েন্টি ক্রিকেটে একজন অলরাউন্ডারের জন্য বেশ প্রশংসনীয়। এছাড়া তিনি ৪টি ফিফটি করেছেন এবং সর্বোচ্চ স্কোর ৮৪ রান।
এই রানের হিসাবে শুধু বাংলাদেশ নয়, দুই দলের মধ্যে সাকিবই এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, যিনি ১০ ম্যাচে করেছেন ২৭৭ রান।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল। ১১ ম্যাচে তার সংগ্রহ ২৩৫ রান। সর্বোচ্চ স্কোর ৬৫, গড় ২১.৩৬ এবং একটি ফিফটি আছে তার নামের পাশে। এরপর রয়েছেন আফিফ হোসেন, যিনি ৯ ম্যাচে করেছেন ১৮৬ রান।
চতুর্থ স্থানে আছেন লিটন দাস, ৫ ম্যাচে করেছেন ১৩৪ রান। আর মাত্র ২ ম্যাচ খেলেই ১২৩ রান করা নাজিমউদ্দিন রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।