স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ০৯:১৯ এএম
ফাইনাল ম্যাচ জমিয়ে তুলতে যা যা লাগে, তার সবই ছিল পাকিস্তান সুপার লিগের ফাইনালে। রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৪ হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজন ছিল একটি প্রাণবন্ত উৎসবের। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৬ উইকেটে চমকপ্রদ জয় লাভ করে তৃতীয়বারের মতো পিএসএল শিরোপা জয় করেছে লাহোর কালান্দার্স।
এই ঐতিহাসিক জয়ের সঙ্গী ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। যদিও মিরাজ মাঠে নামতে না পারলেও, সাকিব ও রিশাদ দলের সঙ্গে শিরোপা উদযাপনের সুযোগ পেয়েছেন। সাকিব খেলেছিলেন দুটি ম্যাচে, আর রিশাদ ছিলেন ফাইনালের একমাত্র বাংলাদেশি সদস্য।
ফাইনালে কোয়েটা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে। হাসান নাওয়াজের ৪৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস, এবং দীনেশ চান্দিমাল ও ফাহিম আশরাফের শক্তিশালী ক্যামিওতে তারা গড়ে তুলতে সক্ষম হয় একটি চ্যালেঞ্জিং স্কোর।
লাহোরের রান তাড়ার পথে শুরুটা ছিল বেশ কষ্টকর। মোহাম্মদ নাঈমের দারুণ শুরু হলেও কিছুটা ধাক্কা খেয়ে ব্যাটিংয়ের গতিপথ হারায় দল। কিন্তু তারপর কুশল পেরেরা ও সিকান্দার রাজার ব্যাটিংয়ে পুরো ম্যাচ পাল্টে যায়। পেরেরা ৩১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।
শেষ তিন ওভারে লাহোরের প্রয়োজন ছিল ৪৭ রান। তখনই রাজা আক্রমণাত্মক শট খেলে কোয়েটার সেরা বোলার মোহাম্মদ আমিরকে একের পর এক চার ও ছক্কায় উড়িয়ে দেন। রাজা শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেন।
লাহোরের পক্ষে বল হাতে রিশাদ হোসেন খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও, তার চার ওভারে ৪২ রান খরচ করে আভিশকা ফার্নান্দোর উইকেটটি তুলে নেন। কোয়েটার বোলিং তাণ্ডবের মধ্যেও লাহোর একত্রিত হয়ে শেষ হাসি হাসে।