স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ০৪:৪০ পিএম
রিয়াল মাদ্রিদের ডাগআউটে আর দেখা যাবে না কার্লো আনচেলত্তিকে, এটা জানা গিয়েছিল আরও আগেই। গত ২৩ মে আনচেলত্তির সঙ্গে সব হিসেবে চুকিয়ে তাকে বিদায় জানায় স্প্যানিশ জায়েন্টরা। এরপর আলোচনা শুরু হয় আনচেলত্তির উত্তরসূরী হিসেবে জাবি আলোনসোর আনুষ্ঠানিক বিবৃতি কবে আসবে। অবশেষে আজ এক বিজ্ঞপ্তিতে আলোনসোর রিয়ালের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তিনি আগামী তিন মৌসুমে ক্লাবের দায়িত্ব পালন করবেন চুক্তির মেয়াদ ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত। ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এমনটায় জানায়।
বিবৃতিতে জানানো হয়, জাবি আলোনসো এখন বিশ্বের অন্যতম সেরা কোচ। তিনি বায়ার লেভারকুজেনে ইতিহাস গড়েছেন, যেখানে তিন মৌসুমে জিতেছেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ।
ক্লাব সূত্রে আরও জানানো হয়েছে, আগামীকাল সোমবার (২৬ মে) ‘রিয়াল মাদ্রিদ সিটি’তে আনুষ্ঠানিকভাবে আলোনসোকে উপস্থাপন করা হবে। তার আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করবেন নতুন কোচ। উপস্থাপনা অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন তিনি।
২০০৯ সালে যখন জাবি আলোনসো লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে পা রাখেন, তখন থেকেই শুরু হয় এক অনন্য যাত্রা। রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলে তিনি জয় করেছেন ছয়টি শিরোপা, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় হলো ক্লাবটির বহু কাঙ্ক্ষিত 'লা ডিসিমা' দশম ইউরোপিয়ান কাপ, ২০১৪ সালে লিসবনে। খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন নিখুঁত, তার ভিশন, পাসিং এবং মাঠে নেতৃত্ব দেওয়ার গুণ তাকে করে তুলেছে কিংবদন্তি।
রিয়াল মাদ্রিদেরই যুব দল থেকে কোচিং যাত্রা শুরু করেন আলোনসো। ২০১৮-১৯ মৌসুমে 'ইনফান্তিল এ' দলের কোচ হিসেবে লিগ ও চ্যাম্পিয়নস টুর্নামেন্ট জয় করেছিলেন। এরপর তার পরবর্তী গন্তব্য ছিল জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন, যেখানে তিনি নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে।
লেভারকুজেনের ইতিহাসে সোনালি অধ্যায় লিখেছেন এই স্প্যানিশ। তার অধীনে দলটি প্রথমবারের মতো বুন্দেসলিগা, জার্মান কাপ এবং জার্মান সুপার কাপ জিতে নিয়েছে টানা তিনটি মৌসুমে ট্রেবল জয়ের কীর্তি রচনা করে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলেও আলোনসো এক জীবন্ত কিংবদন্তি। স্পেনের হয়ে খেলেছেন ১১৩টি ম্যাচ, জিতেছেন বিশ্বকাপ (২০১০) এবং দুটি ইউরো (২০০৮ ও ২০১২)। তার ফুটবল মস্তিষ্ক এবং ট্যাকটিক্যাল বিশ্লেষণ ক্ষমতা তাকে আলাদা করে চিনিয়ে দেয়, এমনকি কোচ হিসেবেও।