images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশ সিরিজে পাকিস্তানের কোচিংয়ে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক

২৫ মে ২০২৫, ০৩:২৭ পিএম

পাকিস্তান ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তা নির্ধারিত ছিল আগে থেকেই। তবে ভারতের সঙ্গে যুদ্ধের কারণ এ সিরিজ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে হতে চলেছে দুই দেশের মধ্যকার সংক্ষিপ্ত ফরম্যাটের এ সিরিজ। তবে ম্যাচ সংখ্যা দুইটি কমেছে, ৫ ম্যাচের সিরিজ এখন ৩ ম্যাচের। 

আর এই সিরিজকে সামনে রেখে দলের কোচিং স্টাফে রদবদল এনেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের মাইক হেসনকে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তান দলের নতুন হেড কোচ হিসেবে, যিনি সদ্য বিদায়ী আকিব জাভেদের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এই দলে জায়গা পাননি সাবেক সহকারী কোচ আজহার মাহমুদ, যিনি এর আগে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি হেড কোচ হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন।

নতুন সহকারী স্টাফদের মধ্যে আছেন মোহাম্মদ মাসরুর (ফিল্ডিং কোচ), ক্লিফ ডিকন (ফিজিওথেরাপিস্ট), এবং ইমরানউল্লাহ (স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ)। এছাড়াও থাকবেন টিম অ্যানালিস্ট, ডাক্তার, সিকিউরিটি ম্যানেজার, মাসেজার ও মিডিয়া ম্যানেজার।

মূলত পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক বিবেচনায় তা কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে এবং সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ২৮ মে (বুধবার), ৩০ মে (শুক্রবার) ও ১ জুন (রবিবার), প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের দল- সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক ব্যাটার), সাইম আইয়ুব। 

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল- লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।