images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএল প্লে-অফ নিশ্চিত চার দলের, প্রথম দুইয়ে থাকতে যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক

২৫ মে ২০২৫, ০২:২৯ পিএম

আইপিএলের লিগ পর্ব প্রায় শেষের পথে। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে চারটি দল গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এবার প্লে অফে থাকা এক্সার দলের লক্ষ্য পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে শেষ করা। কারণ, প্রথম দুই দল পায় ফাইনালে ওঠার বাড়তি সুযোগ। তৃতীয় বা চতুর্থ হলে সরাসরি এলিমিনেটর ম্যাচে নামতে হয়, যেখানে হার মানেই বিদায়। 

চারটি দলেরই ১৩টি করে ম্যাচ শেষ। এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট টাইটান্স, শুভমন গিলদের ঝুলিতে রয়েছে ১৮ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব (১৭ পয়েন্ট) ও বেঙ্গালুরু (১৭ পয়েন্ট)। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় বিরাট কোহলির দল রয়েছে পঞ্জাবের ঠিক নিচে। চতুর্থ স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স (১৬ পয়েন্ট)।

প্রথম দুই দল একে অপরের বিরুদ্ধে খেলে ‘কোয়ালিফায়ার ১’-এ। জয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যায়। পরাজিত দলকে আরেকটি সুযোগ দেওয়া হয় ‘কোয়ালিফায়ার ২’-এ। সেখানে তারা মুখোমুখি হয় এলিমিনেটর জয়ী দলের সঙ্গে। অর্থাৎ প্রথম দুইয়ে থাকা মানেই ফাইনালে পৌঁছনোর জন্য দু’টি সুযোগ।

তাই প্লে-অফ নিশ্চিত হলেও এখন প্রতিটি দলের নজর প্রথম দুইয়ে শেষ করায়। লিগের শেষ ম্যাচগুলোতে উত্তেজনা তুঙ্গে উঠবে প্রথম দুইয়ে অবস্থানের জন্য। 

লিগ পর্বে আর একটি করে ম্যাচ বাকি প্রত্যেক দলেরই। এই শেষ ম্যাচগুলির ফলেই ঠিক হবে, কারা শেষ করবে প্রথম দুইয়ে।

কোন দলের কী সুযোগ-

গুজরাট টাইটান্স: চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ। জিতলেই ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে শেষ করবে তারা। যদি হারে, তবুও ১৮ পয়েন্টে প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা থাকবে। তবে শর্ত, বেঙ্গালুরুকে হারতে হবে।

পাঞ্জাব কিংস: ২৬ মে মুম্বাইয়ের বিরুদ্ধে লড়াই। এই ম্যাচ জিতলে এবং গুজরাট বা বেঙ্গালুরু যেকোনো একটি দল হারলে, পাঞ্জাব নিশ্চিতভাবে প্রথম দুইয়ে শেষ করবে। তবে হেরে গেলে ১৭ পয়েন্টেই আটকে যাবে এবং নামতে পারে চতুর্থ স্থানে।
 
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: শেষ ম্যাচ ২৭ মে, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। প্রথম দুইয়ে জায়গা পাকা করতে জিততেই হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে, গুজরাট বা পঞ্জাবের কেউ যেন হারে।

মুম্বাই ইন্ডিয়ান্স: প্রথম দুইয়ে ওঠার জন্য হার্দিকদের জিততেই হবে পাঞ্জাবের বিরুদ্ধে। সেই সঙ্গে দরকার, গুজরাট বা বেঙ্গালুরুর অন্তত একটি দল যেন শেষ ম্যাচে হারে।