স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৫, ০১:৪৩ পিএম
আইপিএলের উত্তেজনাপূর্ণ এক ম্যাচে সিদ্ধান্ত নিয়ে চরম বিতর্ক! মাঠে ঘটে যাওয়া একটি নাটকীয় মুহূর্ত ঘিরে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে পাঞ্জাব কিংসের ইনিংসের ১৫তম ওভারে ঘটে বিতর্কিত ঘটনাটি। মোহিত শর্মার ওভারের শেষ বলে শাশাঙ্ক সিং একটি বড় শট খেলেন লং অফ অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে থাকা কারুন নায়ার লাফিয়ে বলটি তালুবন্দি করেন, কিন্তু ভারসাম্য হারিয়ে সীমান্তরেখার খুব কাছে পৌঁছে যান। বল ফেলে দেওয়ার আগে তার পা স্পর্শ করে সীমানার বিজ্ঞাপনী কুশন।
এরপর তিনি নিজেই দু’হাত তুলে ইঙ্গিত করেন ছক্কা হয়ে গেছে। তবুও মাঠের আম্পায়ার নিশ্চিত না হয়ে সিদ্ধান্ত পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে। দায়িত্বে ছিলেন আইসিসির অভিজ্ঞ আম্পায়ার ক্রিস গ্যাফানি। দীর্ঘ রিপ্লে বিশ্লেষণের পর তিনি জানান, বলটি ছক্কা হয়নি। ফলে পাঞ্জাব পায় মাত্র এক রান।
তবে প্রীতি জিনতা এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট নন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, 'এই ধরনের হাই-প্রোফাইল টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ারের হাতে এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এমন ভুল একেবারেই অগ্রহণযোগ্য। ম্যাচ শেষে আমি কারুনের সঙ্গেও কথা বলেছি, সে নিজেই নিশ্চিত করেছে, ওটা ছয় ছিল!'
ওই ওভারে রান বঞ্চনার পর পরের ওভারেই শাশাঙ্ক আউট হয়ে যান মুস্তাফিজুর রহমানের বলে। ইনিংসে তিনি করেন মাত্র ১১ রান। পাঞ্জাব দল বড় সংগ্রহ ২০৬ রান তুলেও শেষ পর্যন্ত ম্যাচ হেরে যায় ৬ উইকেটে। যদিও প্রীতির দল আগেই নিশ্চিত করেছে প্লে-অফে জায়গা।