images

স্পোর্টস / ক্রিকেট

আজই আইপিএলে শেষ ম্যাচ ধোনির!  

স্পোর্টস ডেস্ক

২৫ মে ২০২৫, ০১:০৪ পিএম

আইপিএল ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির অবদান অনস্বীকার্য। চলতি মৌসুমে বড় সংবাদ হয়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির সম্ভাব্য বিদায় নিয়ে জোর গুঞ্জন। চেন্নাই শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। ফলে চেন্নাইয়ের এই কিংবদন্তি ক্রিকেটার আইপিএল ক্যারিয়ারের হয়তো আজই শেষ ম্যাচ খেলতে নামবেন এমনটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে! 

ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা কী এ ব্যাপারে গুজরাট ম্যাচের আগের দিন সিএসকে’র সহকারী কোচ শ্রীধরণ শ্রীরাম বলেন, 'এই বিষয়ে বেশি কিছু জানি না। ভবিষ্যতে কী হতে চলেছে, সে ব্যাপারেও বলতে পারব না।' সুতরাং মনে করা হচ্ছে, নিজের ভবিষ‌্যৎ পরিকল্পনার ব্যাপারে শেষ কথা বলবেন ‘ক্যাপ্টেন কুল’।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ সমর্থকদের কাছে অনুরোধ করেছেন, ২৫ মে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে আয়োজিত ম্যাচটা যেন উৎসবের মতো উদযাপন করা হয়। তাঁর কথায়, চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে শেষবার ২২ গজের লড়াইয়ে নামবেন মহেন্দ্র সিং ধোনি। 

কাইফ বললেন, 'চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচটি ভারতীয় ক্রিকেট সমর্থকদের উচিৎ উৎসবের মতো উদযাপন করা। কারণ এটাই ধোনির ক্যারিয়ারের শেষ ম্য়াচ হতে পারে। অধিনায়ক তথা ক্রিকেটার হিসেবে শেষবার মাঠে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। এই ম্যাচকে ওঁকে ভালবাসায় ভরিয়ে দিন। গোটা স্টেডিয়াম হলুদ রংয়ে ভরিয়ে দিন।'

যদিও মাহি এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। মৌসুমের শুরুতে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আগামী বছর পর্যন্ত তাঁর শরীর কেমন থাকে, সেটার উপরেই যাবতীয় সিদ্ধান্ত নির্ভর করবে। সেটা মাথায় রেখেই তিনি খেলবেন কী খেলবেন না, সেটা বিচার করবেন।'

ধোনি তাঁর অবসরের ঘোষণা না দিলেও, বিস্ময়কর নয় যদি এই ম্যাচ হয় তাঁর শেষ আইপিএল লড়াই। মৌসুমের শুরু থেকেই ধোনির খেলা, আচরণ এবং দলীয় কম্বিনেশনে বদলের হাওয়া এমন ইঙ্গিত দিচ্ছে।

আজকের ম্যাচে রয়েছে দুই অধিনায়কের মুখোমুখি লড়াই। মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ও ট্রফি-সংগ্রামী ক্যাপ্টেন, আর বিপরীতে গুজরাট টাইটান্সের তরুণ ও নতুন ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমন গিল। 

শুভমনের অধীনে গুজরাট দলে রয়েছেন অন্যান্য শক্তিশালী ভারতীয় ক্রিকেটার সাই সুদর্শন, প্রসিধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ। শুভমন গিলের অধিনায়কত্বে গুজরাট দল আরও বেশি নজর কাড়ছে এই আইপিএলে।

চেন্নাইয়ের দলে আজ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে গত কয়েক ম্যাচে খেলা হয়নি এমন তরুণ ওপেনার শেখ রশিদের জায়গায় ফেরানো হতে পারে ডেভন কনওয়ের। ফলে তরুণ দুই ওপেনারকে একসঙ্গে দেখা যেতে পারে আজকের স্কোয়াডে।

তবে আজকের ম্যাচের মূল আকর্ষণ ধোনির সম্ভাব্য বিদায়, যে মুহূর্তে সমর্থকদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ‘মহেন্দ্র ধোনি কি সত্যিই আজ শেষ আইপিএল ম্যাচ খেলবেন?’ ধোনি নিজে না বললেও, গুঞ্জন ও পরিস্থিতি এই ভাবেই ইঙ্গিত দিচ্ছে।