স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ০৪:৩০ পিএম
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়ালিফায়ার ম্যাচে চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন টাইগার লেগি রিশাদ হোসেন। লাহোর তরুণ এই তারকাকে দিলেন সোনায় মোড়ানো আইফোন। শুধু তিনিই নন, আরও তিনজন ক্রিকেটার কুশল পেরেরা, সালমান মির্জা ও মোহাম্মদ নাইম এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুটা খরুচে হলেও রিশাদ ফিরিয়েছেন দলের সেরা তিন ব্যাটারকে। সালমান আলি আগা, সাদাব খান এবং জিমি নিশামকে। ম্যাচ শেষে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা নিজেই একটি ভিডিওবার্তায় খেলোয়াড়দের নাম ঘোষণা করেন এবং রিশাদের প্রশংসায় ভাসান।
সামিন রানা বলেন, 'তোমাকে নিয়ে আমি অনেক গর্বিত রিশাদ। সিরিয়াসলি ভাই, তুমি আমাদের গর্বিত করেছো আজ। আমরা যখন ব্যাকফুটে ছিলাম, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের ফিরিয়েছো, যারা সাধারণত স্পিনের বিপক্ষে আরও ভালো খেলে। একটি আইফোন তোমার জন্য।'
ঘোষণার পর দলীয় সতীর্থদের মুখেও ছিল রিশাদের প্রশংসা। বাংলায় সামিনের হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা, 'আমি তোমাকে ভালোবাসি'।
রিশাদ ব্যাট হাতে ২ বলে করেন ৫ রান এবং বল হাতে নেন ৩ উইকেট, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। লাহোর কালান্দার্স শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে ৯৫ রানে জিতে নেয় ম্যাচ এবং জায়গা করে নেয় ফাইনালে।
এবারের ফাইনালে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ কোয়েটা গ্লাডিয়েটরস। শিরোপার লড়াই হবে আগামীকাল রোববার (২৫ মে), লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, রাত ৮:৩০টায়।