স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ১০:৪৮ এএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে খেলছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী মিরাজ। ফাইনালে ওঠার লড়াইয়ে গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরের একাদশে ছিলেন সাকিব ও রিশাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এ ম্যাচে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। তবে রিশাদ ছিলেন বল হাতে উজ্জ্বল। তার ঘূর্ণিতেই ইসলামাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাহোর।
আগে ব্যাট করতে নেমে গতকাল শুরুটা ভালো হয়নি লাহোরের। ওপেনার ফখর জামান বিদায় নেন দলীয় ১৩ রানেই। টাইমাল মিলসের বলে ক্যাচ দিয়ে ১১ বলে ১২ রান করে সাজঘরে ফিরেন ফখর। তবে ফখর ফিরলেও বড় সংগ্রহের দেখা পেতে খুব একটা বেগ পেতে হয়নি লাহোরকে।
আরেক ওপেনার মোহাম্মদ নাইম খেলেছেন ২৫ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়া কুশল পেরেরার ৩৫ বলে ৬১ এবং শেষদিকে আসিফ আলির ৭ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রানের দেখা পায় লাহোর। ব্যাট হাতে মাঠে নেমেছিলেন সাকিবও, তবে তিনি বলে ২ বলে আউট হন রানের খাতা খোলার আগেই। রিশাদ শেষদিকে ব্যাট করতে নেমে ২ বল খেলে ১ চারে ৫ রান করে রান আউট হন।
এদিকে ইসলামাবাদকে বড় লক্ষ্য দেওয়ার পর বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন লাহোরের বোলাররা। অধিনায়ক শাহিন আফ্রিদি ৩.৩ ওভার বোলিং করে দিয়েছেন কেবল ৩ রান, উইকেট নিয়েছেন ৩টি। এছাড়া ৩ উইকেট পেয়েছেন সালমান মির্জা ও রিশাদ হোসেনও। ৩ ওভার বোলিং করে ৩৪ রান দিলেও জিমি নিশাম, সালমান আঘা ও শাদাব- এই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।
এদিকে রিশাদ ৩ উইকেট নিলেও বল হাতে উইকেটের দেখা পাননি সাকিব। তিনি ৩ ওভার বল করে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন। তবে সাকিব উইকেট না পেলেও লাহোর ৯৫ রানের বড় জয় পায় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে।