images

স্পোর্টস / ফুটবল

ইন্টারকে হতাশায় ডুবিয়ে ইতালির চ্যাম্পিয়ন নাপোলি

স্পোর্টস ডেস্ক

২৪ মে ২০২৫, ০৮:৪৪ এএম

নাপোলি যেন ঘরের মাঠে উৎসবের জন্যই প্রস্তুত ছিল। সিরি আ-র শেষ ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে কালিয়ারিকে হারিয়ে ইন্টার মিলানকে পেছনে ফেলে চতুর্থবারের মতো ইতালিয়ান লিগ শিরোপা জিতেছে নাপোলি।

ডিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ম্যাচে নাপোলির জয়ে গোল করেন স্কট ম্যাকটমিনে ও রোমেলু লুকাকু। এই জয়ের মাধ্যমে শেষ তিন মৌসুমে দ্বিতীয়বার লিগ চ্যাম্পিয়ন হলো নাপোলি।

শেষ দিনেও ইন্টার মিলান হোঁচট খায়নি। কোমোর মাঠে ১০ জনের দলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। কোমোর গোলরক্ষক পেপে রেইনা প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এটি ছিল তার শেষ পেশাদার ম্যাচ।

তবে ইন্টারের জয় শেষ পর্যন্ত শুধু সান্ত্বনারই ছিল। কারণ এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকেই নাপোলি নিশ্চিত করে শিরোপা।

মাঠে নাপোলির নায়ক স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। ৪২তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। প্রথম সিরি আ মৌসুমে এটি তার ১২তম গোল। কোচ আন্তোনিও কন্তের অধীনে নতুনভাবে গড়ে ওঠা নাপোলির প্রতীক হয়ে উঠেছেন তিনি।

গত আগস্টে মৌসুম শুরু হওয়ার পর দলে যোগ দিয়েই নজর কাড়েন ম্যাকটমিনে। আগের মৌসুমে শিরোপা রক্ষা করতে ব্যর্থ দলটি একপ্রকার বিপর্যস্ত অবস্থায় ছিল, সেই দলে প্রাণ ফিরিয়েছেন এই মিডফিল্ডার।

মাত্তেও পলিতানোর ক্রস থেকে দুর্দান্ত অ্যাক্রোবেটিক ভলিতে গোল করে দারুণ এক মুহূর্ত এনে দেন নাপোলি সমর্থকদের। তখন পর্যন্ত ইন্টার কোমোর মাঠে ডি ফ্রেইজের গোলে এগিয়ে গিয়ে কিছুক্ষণের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ঠিক ৫ মিনিট পরেই লুকাকু নিশ্চিত করেন নাপোলির শিরোপা। আমির রাহমানির লম্বা পাস ধরে ইয়েরি মিনাকে পেছনে রেখে দারুণ ফিনিশে বল জালে পাঠান তিনি। ম্যাচে তখনই জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

একই সময়ে ইন্টারের হয়ে জোয়াকিন কোরেয়া দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ইভান স্মোলসিচকে কাটিয়ে গোলটি করেন তিনি, যা ছিল তার মৌসুমের দ্বিতীয় গোল।

সিরি আ হাতছাড়া হয়ে গেলেও এখন ইন্টারের লক্ষ্য মিউনিখে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। শিরোপার লড়াইয়ে নাপোলির কাছে হেরে গেলেও ইউরোপীয় শিরোপা জিতেই মৌসুমটা রাঙাতে চায় সিমোনে ইনজাগির দল।

এই মৌসুমে অন্তত ১২ পয়েন্ট তারা হারিয়েছে লিড নেওয়ার পর, যা শিরোপা হাতছাড়া হওয়ার অন্যতম কারণ। শেষ ম্যাচে দ্বিতীয় সারির দল নামিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ইনজাগি, তার চোখ এখন পুরোপুরি চ্যাম্পিয়নস লিগে।

মৌসুমের শুরুতে ইনজাগির ইন্টার চোখ রেখেছিল ২০১০ সালে হোসে মরিনহোর ট্রেবলের পুনরাবৃত্তিতে। কিন্তু এখন একমাত্র সুযোগ চ্যাম্পিয়নস লিগেই, নয়তো লম্বা এক কঠিন মৌসুম শেষে খালি হাতে ফিরতে হবে তাদের।