images

স্পোর্টস / ক্রিকেট

রোহিত-কোহলির অবসর নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক

২৩ মে ২০২৫, ০৬:২৬ পিএম

ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে বদলে যেতে পারে টেস্ট দলের চেহারা। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে তৈরি হচ্ছে দল। তবে এই দলে থাকছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞরা। তাদের সরে যাওয়াটা যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি এটা তরুণদের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ বলেই মনে করছেন গম্ভীর।

“দুই সিনিয়র খেলোয়াড়কে ছাড়া খেলাটা কঠিন হবেই,” ক্রিকেটনেক্সটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন গম্ভীর, “কিন্তু আমি বিশ্বাস করি, এটা অন্য কারও জন্য নিজেকে প্রমাণ করার সুযোগ। কেউ একজন ঠিকই হাত তুলবে এবং বলবে, আমি তৈরি। এর আগেও আমাকে এই প্রশ্ন করা হয়েছিল, তখনও একই কথা বলেছি।”

গম্ভীর মনে করিয়ে দেন, চ্যাম্পিয়নস ট্রফির সময় দলে জাসপ্রিত বুমরাহ না থাকলেও, ভারত দুর্দান্ত পারফর্ম করেছিল। সে উদাহরণ টেনে তিনি বলেন, “চ্যাম্পিয়নস ট্রফিতেও বুমরাহ ছিল না। তখনও বলেছিলাম, একজন না থাকলে অন্য কেউ সুযোগ পেতে পারে দেশের জন্য বিশেষ কিছু করার। এবারও সেই রকমই কিছু ঘটতে পারে।”

রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। তার মতে, এটা পুরোপুরি ব্যক্তিগত বিষয়, কারও ওপর চাপিয়ে দেওয়ার কিছু নেই।

“আপনি কখন খেলবেন, আর কখন অবসর নেবেন, এটা একান্তই খেলোয়াড়ের সিদ্ধান্ত। এখানে কোচ, নির্বাচক, বা দেশের কেউই বলতে পারে না কার কখন অবসর নেওয়া উচিত। এটা হৃদয় থেকে আসা সিদ্ধান্ত,” বলেন গম্ভীর।

ভারতের টেস্ট দলে যখন বড় এক পরিবর্তনের সময় চলছে, তখন কোচ হিসেবে গম্ভীরের দৃষ্টিভঙ্গি অনেকটাই পরিষ্কার-পুরনোদের অভাব পূরণ করা কঠিন, তবে তরুণদের হাত ধরেই শুরু হতে পারে নতুন পথচলা।