স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ১২:১৪ পিএম
বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ার শেষ করতে চান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। সদ্য চুক্তি নবায়ন করে কাতালান ক্লাবে ২০২৮ সাল পর্যন্ত থাকার নিশ্চয়তা পেয়েছেন তিনি। নতুন এই চুক্তির পর নিজের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে জানালেন খোলামেলা কথা।
চলতি মৌসুমে বার্সার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৪ গোল, করিয়েছেন ২৫টি অ্যাসিস্ট। হান্সি ফ্লিকের দলকে নিয়ে গেছেন ঘরোয়া ট্রেবল জয়ের মঞ্চে- লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ, সব ট্রফিই উঠেছে তাদের হাতে।
চুক্তি নবায়নের পর রাফিনিয়া বলেন, “এটা আমার জন্য বিশেষ কিছু। বার্সা পরিবারের অংশ হতে পারাটা দারুণ এক অনুভূতি। আমি আগেই পরিবারকে বলেছি, আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত এখানেই খেলা। আমি চাই, যতদিন থাকি, নিজের সেরা পারফরম্যান্সটা দেই।”
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সায় যোগ দেন রাফিনিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে দুই মৌসুমে করেন ১৭ গোল। তবে স্পেনে প্রথম দুই মৌসুমে লিগে মাত্র ১৩ গোল করে কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন। আর্থিক সংকটে থাকা বার্সা তখন তাকে বিক্রির কথাও ভাবছিল।
কিন্তু ২০২৪-২৫ মৌসুমে তিনি যেন পুরোদমে ফিরে আসেন। লা লিগা পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখে করেন ১৮ গোল। শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত যাওয়া বার্সার হয়ে করেন ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট, যা আবার প্রিমিয়ার লিগ ও সৌদি ক্লাবগুলোর নজর কাড়ে।
এই অসাধারণ মৌসুমের পর ব্যালন ডি’অর আলোচনাতেও জায়গা পেয়েছেন রাফিনিয়া। তার সঙ্গে আলোচনায় আছেন ক্লাব সতীর্থ স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান ডেম্বেলে।
এ মৌসুমেই তাকে বার্সার পাঁচ অধিনায়কের একজন হিসেবে মনোনীত করা হয়। বাকিরা হলেন মার্ক আন্দ্রে টার স্টেগেন, রোনাল্ড আরাউহো, ফ্রেংকি ডি ইয়ং এবং পেদ্রি।
রাফিনিয়া বলেন, “এখন আমি রাফিনিয়া, একজন বাবা এবং একজন অধিনায়ক। আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব এখন আমার কাঁধে। তবে বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, আর আমি নিজেও অনেক পরিপক্ব হয়েছি। আশা করি, সবার সহায়তায় আরও ভালো মানুষ এবং ভালো ফুটবলার হতে পারব।”
তিনি আরও যোগ করেন, “আমি আরও অনেক গোল, অনেক অ্যাসিস্ট করতে চাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই জার্সি গায়ে আরও অনেক ট্রফি জিততে চাই। এটাই আমার ব্যক্তিগত লক্ষ্য।”
রবিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বার্সেলোনার এই মৌসুম।