স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৫, ০৮:০০ পিএম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি দল না পেলেও শেষ পর্যন্ত সুযোগ হয় মেহেদী হাসান মিরাজের। লাহোর কালান্দার্স দলে সিকান্দার রাজার বদলি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। টুর্নামেন্টের প্লে-অফ পর্বে মাঠে নামতে, আজ (২০ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন মিরাজ।
দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি জানিয়ে বলেন, 'অনেক ভালো লাগছে। সাকিব ভাইয়ের সঙ্গে অনেকদিন পর একসাথে খেলতে যাচ্ছি। শেষবার একসঙ্গে খেলেছিলাম ভারতে, এরপর আর দেখা হয়নি। একই দলে খেলব, দারুণ অনুভূতি।'
এর আগে ড্রাফটে দল না পেলেও ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে ড্যারেল মিচেলের বদলি হিসেবে লাহোর দলে সুযোগ পান সাকিব আল হাসান। ইতোমধ্যে একটি ম্যাচও খেলে ফেলেছেন তিনি। সেই ম্যাচে পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে লাহোর।
এবার প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরের স্কোয়াডে ডাক পেলেন মিরাজ। আগামী ২২ মে এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। ম্যাচটি জিতলে কোয়ালিফায়ার-২ এ খেলবে দলটি, আর হারলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে। তখন এক ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে মিরাজকে।