images

স্পোর্টস / ক্রিকেট

সূর্যবংশীর সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন প্রীতি জিনতা

স্পোর্টস ডেস্ক

২০ মে ২০২৫, ০৭:৪৪ পিএম

‘বীর-জারা’, ‘কাল হো না হো’, ‘দিল চাহাতা হ্যায়’ এই সব মুভি মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। এখন অবশ্য রুপালি পর্দার চেয়ে বেশি আলোচিত ক্রিকেট মাঠে। আইপিএলের দল পঞ্জাব কিংসের সহ-মালিক এবং বছরের পর বছর ধরে দলটির প্রতি তাঁর দায়বদ্ধতা একইরকম অটুট। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে তার দল। 

রাজস্থান রয়্যালসকে হারিয়ে ইতিমধ্যেই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে তারা। সেই ম্যাচের পর পঞ্জাবের সহ-মালিক প্রীতি জিনতার মাঠে সৌজন্য সাক্ষাৎ করেন রাজস্থানের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর সঙ্গে। সেই মুহূর্তের একটি ভিডিও ভাগ করে নেয় রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বিকৃত ছবি, যেখানে প্রীতিকে দেখা যায় সূর্যবংশীকে আলিঙ্গন করতে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সেই ভুয়ো ছবি নিয়ে শুরু হয় চাঞ্চল্য।

অবশেষে এ বিষয় নিয়ে মুখ খুললেন প্রীতি। এক সংবাদ মাধ্যমের তথ্য রিপোস্ট করে তিনি এক্সে লেখেন, “এই ছবিটা সম্পূর্ণ ভুয়ো এবং বিকৃত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কিছু সংবাদমাধ্যমও যাচাই না করেই এই ছবি ব্যবহার করছে। এটা খুবই দুঃখজনক।”

এদিকে পঞ্জাব ইতিমধ্যেই ১২ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফ নিশ্চিত করেছে। দলের লক্ষ্য এবার প্রথম দুইয়ে শেষ করা। সামনে রয়েছে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।