স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হলো না লিটনের।
এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। সিরিজের শুরুর দিকে এটি দুই ম্যাচের পরিকল্পনা থাকলেও এখন তা বাড়িয়ে তিন ম্যাচে নিয়ে যাওয়া হয়েছে।
সিরিজ নির্ধারনের আজকের ম্যাচে বাংলাদেশর একাদশে রয়েছে চারটি পরিবর্তন। ইনজুরি ও আইপিএলের ব্যস্ততা থাকায় বাইরে গেছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। তাদের পরিবর্তে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
আইপিএলে খেলার জন্য আজকের ম্যাচে নেই মুস্তাফিজ, যিনি সিরিজের প্রথম ম্যাচ খেলে পরদিনই নামেন আইপিএলের মাঠে। বাংলাদেশ আজ খেলছে তিন পেসার (নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব) এবং দুই স্পিনার (রিশাদ হোসেন ও তানভীর ইসলাম) নিয়ে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুভ পারাশার, মতিউল্লাহ খান, হায়দার আলি, মোহাম্মদ জাওয়াদউল্লাহ ও সগীর খান।