স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫, ১০:০৬ পিএম
স্বপ্ন ছিল শিরোপা জয়ের, ছিল ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞাও। সেই স্বপ্নের লড়াইয়ে শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রুদ্ধশ্বাস এক ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া হলো লাল-সবুজের তরুণদের।
রোববার (১৮ মে) সন্ধ্যায় ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনালটি। খেলার শুরুতেই যেন ছন্দপতন ঘটে বাংলাদেশের জন্য। দ্বিতীয় মিনিটেই মাঝমাঠ থেকে নেওয়া ভারতের অধিনায়ক শামির একটি দূরপাল্লার ফ্রিকিক বাংলাদেশের জালে ঢুকে পড়ে। গোলরক্ষক খান মুহাম্মদ নাবিল খান ঠিকঠাক অবস্থান নিতে না পারায় গোল হজম করতে হয় বাংলাদেশকে।
প্রথমার্ধজুড়ে ভারতের একের পর এক আক্রমণে রীতিমতো ব্যস্ত ছিল বাংলাদেশের ডিফেন্স লাইন। তবে রক্ষণ সামলেই ক্ষান্ত হয়নি বাংলাদেশের ছেলেরা। মাঝে মাঝে পাল্টা আক্রমণ করলেও গোলমুখে গিয়ে ভুগেছে তারা ফিনিশিং দুর্বলতায়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। খেলার ৬১তম মিনিটে কোচের কৌশলে মাঠে নামা 'সুপার সাব' জয় আহমেদ বদলে দেন ম্যাচের রঙ। দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এরপর ম্যাচে ফিরে আসে উত্তেজনা, জমে ওঠে লড়াই।
নির্ধারিত সময়ের বাকিটা জুড়ে দুই দলই একে অপরকে চাপে রাখার চেষ্টা করলেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে গোল করেন রায়হান আহমেদ, আতিকুর রহমান ও জয় আহমেদ। কিন্তু ভারতের গোলরক্ষকের দৃঢ়তায় মিস করেন বাংলাদেশি দুই শ্যুটার। ফলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে ভারত। আর বুকভাঙা কষ্ট নিয়েই রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।