স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫, ১১:০০ এএম
ফুটবল ম্যাচ দেখার সময় যেসব খেলোয়াড়দের সবচেয়ে সহজে আলাদা করে চেনা যায়, তাদের মধ্যে গোলকিপার বা গোলরক্ষকরা অন্যতম। কারণটা শুধু তাদের অবস্থানের জন্যই নয়, তারা মাঠে একেবারেই আলাদা রঙের জার্সি পরেন। অনেক সময় সেই রঙটা এমনও হয়, যা দলের মূল রঙের সঙ্গে একেবারেই মিল রাখে না! যেমন ২০২৩ নারী বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের দলের গোলরক্ষকরা পরেছিলেন টকটকে সবুজ বা কমলা জার্সি, অথচ পুরো দল ছিল লাল, সাদা আর নীল পোশাকে।
শুধু স্টাইল বা ফ্যাশনের ব্যাপার না, এটা আসলে ফুটবলের নিয়মেরই অংশ। চলুন জেনে নেওয়া যাক কেন গোলকিপারদের পোশাক আলাদা হয়, আর এ পজিশন নিয়ে আরও কিছু চমকপ্রদ তথ্য।
আরও পড়ুন- কেন মুখ ঢেকে কথা বলেন ফুটবলাররা?
আরও পড়ুন- ফের বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, সেরা দশে আরও যারা
গোলকিপারদের জার্সি কেন আলাদা?
ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি গোলকিপারকে এমন রঙের জার্সি পরতে হয় যা মাঠে থাকা অন্য খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের থেকে স্পষ্টভাবে আলাদা। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি এর নিয়মে বলা আছে: "প্রতিটি গোলকিপারকে এমন রঙের পোশাক পরতে হবে যা মাঠের অন্য খেলোয়াড় ও রেফারিদের থেকে স্পষ্টভাবে আলাদা। যদি দুই গোলকিপারের জার্সির রঙ এক হয়ে যায় এবং কারো কাছে বিকল্প জার্সি না থাকে, তাহলে রেফারি খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন।"

| আরও পড়ুন- |
| পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব, মাঠে নামবেন কবে? |
| ইংলিশ ক্লাবগুলোকে টপকে তরুণ তারকাকে দলে নিল রিয়াল মাদ্রিদ |
অর্থাৎ, মাঠে যে গোলকিপার খেলছে, সেই রঙের জার্সি যেন অন্য কেউ না পরে, এটাই মূল কথা। এই রঙটা হতে পারে দলের ইউনিফর্মের কোনো ‘অ্যাকসেন্ট কালার’ বা এমন কোনো রঙ যা গোলকিপার নিজে পছন্দ করেন। নিয়মে কোনো নির্দিষ্ট কারণ বলা না হলেও, মূল উদ্দেশ্য হলো রেফারিরা যেন গোলকিপারকে সহজে শনাক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন, কারণ গোলকিপারের ভূমিকা আর নিয়মগুলো অন্যদের চেয়ে আলাদা।
আরেকটি মজার তথ্য হলো, গবেষণায় দেখা গেছে, গোলকিপাররা যদি লাল জার্সি পরে, তাহলে প্রতিপক্ষ খেলোয়াড়দের পেনাল্টি স্কোর করার সম্ভাবনা কমে যায়! রঙের প্রভাব কতটা হতে পারে, ভাবা যায়?
যদি দুই গোলকিপারের জার্সির রঙ একই হয়?

নিয়ম অনুযায়ী একজন বা উভয় গোলকিপারকে জার্সি পাল্টাতে বলা হয়। কিন্তু যদি কারো কাছে বিকল্প না থাকে, তাহলে রেফারি খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন। যেহেতু দুই গোলরক্ষক দুই প্রান্তে থাকেন, তাই কনফিউশন হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

গোলকিপাররা কী কী আলাদা পোশাক পরতে পারেন?
গোলকিপারদের পোশাক নিয়ে আরও কিছু বিশেষ নিয়ম রয়েছে। অন্যান্য খেলোয়াড়দের মতো শর্টস পরা বাধ্যতামূলক নয়। গোলকিপাররা ট্র্যাকস্যুট বা ফুল প্যান্ট পরতে পারেন। কারণ, গোল বাঁচাতে বারবার ডাইভ দিতে হয়, আর এতে পায়ে আঘাত বা ঘর্ষণ থেকে রক্ষা পেতে প্যান্ট বেশ সহায়ক।
তাছাড়া তারা "গোলকিপার ক্যাপ" পরতেও পারেন, এটা অনেকটা বেসবল ক্যাপের মতো, যা সূর্য, গরম আর ঘাম থেকে চোখ বাঁচায়। অন্য খেলোয়াড়দেরও হেডগিয়ার পরার অনুমতি আছে, তবে সেটা অবশ্যই নন-প্রোট্রুডিং (অর্থাৎ সামনে কোনো সাইড বা ক্যাপের মতো অংশ না থাকা) হতে হবে।