images

স্পোর্টস / ক্রিকেট

ইমনের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের পর লিটন যা বললেন

স্পোর্টস ডেস্ক

১৮ মে ২০২৫, ০৯:৪৬ এএম

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটাররা তেমন একটা সুবিধা করে ওঠতে পারেননি। তবুও বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পেরেছিল পারভেজ হোসেন ইমনের ঝড়ো সেঞ্চুরির সুবাদে।

আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ওপেনার ইমন খেলেছেন ৫৪ বলে ১০০ রানের ঝলমলে এক ইনিংস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরি এটি। প্রথমটি করেছিলেন তামিম ইকবাল।

এদিকে ইমনের সেঞ্চুরির পরও বাংলাদেশ দলীয় সংগ্রহ গড়তে পারে কেবল ১৯১ রানের। ব্যাটারদের মধ্যে ইমনের পর সর্বোচ্চ রান করেছেন তাওহীদ হৃদয়, তিনি করেছেন ১৫ বলে ২০ রান। শেষ ৩ ওভারে স্কোরবোর্ডে রান ওঠেছে ২২।

শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা জিততে পেরেছে বাংলাদেশ। এই জয়ের পর অধিনায়ক লিটন দাস বলেন, ‘উইকেট ভালো মনে হচ্ছিল ব্যাট করার জন্য। পারভেজ যেভাবে খেলেছে এটা দেখার জন্য অসাধারণ ছিল। কিন্তু আমাদের ভালো শেষ করতে হতো, শেষ তিন ওভারে আমরা তেমন কিছু করতে পারিনি।’

ব্যাট করতে নেমে আরব আমিরাতও খেলেছে দুর্দান্ত। এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল দলটি। তবে টাইগার বোলাররা দুর্দান্তভাবে কামব্যাক করেছেন। এ বিষয়ে লিটন বলেন, ‘আমি জানতাম বোলাররা যেকোনো সময় ফিরে আসতে পারে, আমি তাঁদের শক্তি সম্পর্কে জানি। তারা (আমিরাত) যেভাবে মাঝের ওভারে ব্যাট করেছে, আমাদের নিজেদের বোলিংয়েও ফোকাস করতে হবে। এই মাঠে কী ধরনের বল ভালো হয়, সেটা দেখতে হবে।’