images

স্পোর্টস / ক্রিকেট

আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭ মে ২০২৫, ০৮:৫৫ পিএম

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের আগে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা, যার প্রথমটিতে আজ মাঠে নামছে লাল সবুজের দল। শারজায় স্বাগতিকদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে সফরকারীরা।

আরব আমিরাতের বিপক্ষে এ সিরিজ দিয়েই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে লিটন দাসের। এই ম্যাচ খেলে ভারতের উদ্দেশে উড়াল দেবেন মুস্তাফিজুর রহমান, আইপিএলে দিল্লীর হয়ে খেলবেন তিনি। এই ম্যাচের জন্য আরব আমিরাতের একাদশ তিনটি নতুন মুখ রয়েছে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, তানভীর আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান

আরব আমিরাত একাদশ

মুহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশর, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদুল্লাহ।

এমএইচটি