স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, ০৫:২৩ পিএম
পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থার প্রভাব পড়েছিল আইপিএলে। হামলা, পাল্টা-হামলা চলাকালে স্থগিত হয়েছিল টুর্নামেন্ট। তবে দেশ দুইটির মাঝে উত্তেজনা প্রশমিত হওয়ায় আবার মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। আজ অনুষ্ঠিত হওয়ার কথা প্রথম ম্যাচ যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দলের ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে।
আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিবি ও কেকেআর মুখোমুখি হতে যাচ্ছে শনিবার, ১৭ মে। তবে এই ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি করেছে বৃষ্টি। বিশেষ করে বেঙ্গালুরুর আকাশে যেভাবে মেঘ জমেছে, তা ম্যাচের স্বাভাবিক গতি বিঘ্নিত করতে পারে।
আকুওয়েদার জানিয়েছে, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরও (আইএমডি) জানিয়েছে, সন্ধ্যায় ১-২ দফা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এই আবহাওয়ার অনিশ্চয়তার কারণে দুই দলেরই প্র্যাকটিসে পরিবর্তন আনা হয়। ম্যাচের আগের দিন আরসিবি অনুশীলন করে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। দলের ডিরেক্টর মো বোবাট বলেন, “বিকেলের সম্ভাব্য বৃষ্টির কথা মাথায় রেখেই আমরা আগেভাগে প্র্যাকটিসটা সেরে ফেলেছি।”
অন্যদিকে কেকেআর তাদের অনুশীলন শুরু করে বিকেল ৫টায়, কিন্তু তাড়াতাড়িই, ৬টা ৩০ মিনিটের মধ্যেই শেষ করে দেয়।
গত এক সপ্তাহ ধরে বেঙ্গালুরু শহরের প্রায় প্রতিটি অংশেই নিয়মিত বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাতেও ৯টা ৩০ মিনিট নাগাদ বৃষ্টি শুরু হয়, আর টানা অন্তত চার ঘণ্টা ধরে বৃষ্টি চলে।একই রকম অবস্থা ছিল বৃহস্পতিবার রাতেও।
ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১১ পয়েন্ট, আর বাকি আছে ২টি ম্যাচ। একটি ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তবে তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টেই থেমে যাবে যা প্লে-অফে ওঠার জন্য যথেষ্ট নাও হতে পারে। এর আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে কেকেআরের।
আরসিবির জন্য অবশ্য এখনো প্লে-অফ ও এমনকি শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। গত মাসেও বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি ও পাঞ্জাব কিংসের ম্যাচ বৃষ্টির কারণে ১৪ ওভারে সীমিত হয়েছিল।