স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, ০৪:৪৮ পিএম
রিয়াল মাদ্রিদ এবার মৌসুম শেষ করছে খালি হাতে। ফলে কোচ বদলে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টদের, আসছে নতুন কোচ। জাবি আলোনসো দায়িত্ব নেওয়ার আগে গ্রীষ্মকালীন দলবদলে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি বেশ সক্রিয় থাকবে বলেই মনে হচ্ছে। ২০২৪-২৫ মৌসুম এখনো শেষ না হলেও, ইতোমধ্যে নিজেদের প্রথম সাইনিংয়ের ঘোষণা দিয়ে ফেলেছে স্প্যানিশ জায়ান্টরা।
সপ্তাহের শুরুতে গুঞ্জন উঠেছিল ডিন হুইসেনকে দলে নিতে চেলসি, লিভারপুল আর নিউক্যাসল ইউনাইটেড লড়াইয়ে আছে। তবে শেষ পর্যন্ত বাজিমাত করেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের এই তরুণ ডিফেন্ডার নিজেই সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার সুযোগকে অগ্রাধিকার দেন। এখন ক্লাবও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, আগামী গ্রীষ্মেই রিয়ালের জার্সি গায়ে চাপাবেন হুইসেন।
শনিবার রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব বোর্নমাউথ দুই দলই নিশ্চিত করে জানিয়েছে, ৫০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ পরিশোধ করে ডিন হুইসেনকে দলে নিচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা।
রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, “রিয়াল মাদ্রিদ সিএফ ও এএফসি বোর্নমাউথ একত্রে সিদ্ধান্তে পৌঁছেছে যে, ফুটবলার ডিন হুইসেন আগামী পাঁচ মৌসুমের জন্য আমাদের দলে যোগ দিচ্ছেন। ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত তিনি রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন।”
২০ বছর বয়সেই স্পেনের জাতীয় দলের হয়ে খেলা হুইসেন ইতালি ও ইংল্যান্ডের অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছেন। সিরি’আয় খেলেছেন জুভেন্টাস ও রোমার হয়ে, আর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে মাঠ মাতিয়েছেন। এই তরুণ ডিফেন্ডারকে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়ের জন্য মনোনীত করা হয়েছে।