স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৫, ১০:৩৫ এএম
লিভারপুলের হয়ে ২০ বছর ধরে খেলেছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। শৈশবের ক্লাবের হয়ে সব জয়ের পর এবার ঠিকানা বদলাচ্ছেন ইংলিশ এই ডিফেন্ডার। নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি পাড়ি জমাচ্ছেন স্পেনে, নতুন ক্লাব হিসেবে বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে। তবে বিদায়ের আগে সমর্থক তোপের মুখে পড়েছেন তিনি। লিভারপুল ছাড়ছেন বলে দুয়ো শুনতে হচ্ছে নিয়মিত। তবে সমর্থকদের এমন আচরণ একেবারেই মানতে পারছেন না মোহামেদ সালাহ। তার মতে, ট্রেন্ট যা দিয়েছেন ক্লাবকে, তার জন্য প্রাপ্য ছিল ভালোবাসা আর সম্মান।
২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক চলতি মৌসুম শেষে, জুনের শেষে চুক্তির মেয়াদ শেষ হলে লিভারপুল ছেড়ে চলে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনি যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। লিভারপুল শহরের ছেলে ট্রেন্ট নিজেই। এখানকার ইয়ুথ একাডেমি পেরিয়ে ২০১৬ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন লিভারপুলেই।
গত রোববার আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আর তখনই কিছু দর্শক তাকে দুয়ো দেন। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সালাহ।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, "আমি মনে করি, সমর্থকেরা একটু বেশি রকমের কঠোর হয়ে গিয়েছিল ট্রেন্টের প্রতি। ও এটা ডিজার্ভ করেনি। যে খেলোয়াড় নিজের সবটুকু দিয়ে দিয়েছে ক্লাবের জন্য, সমর্থকদের জন্য, তাকে তো বিদায়ের সময় ভালোবাসা দেখানো উচিত ছিল।"
সালাহ আরও বলেন, "যে খেলোয়াড় ছয় মাসের জন্য এলেও যদি সম্মান পায়, তাহলে ভেবে দেখুন কেউ যদি ২০ বছর ক্লাবের জন্য নিজেকে উজাড় করে দেয়, তার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত। ট্রেন্টকে এর চেয়ে অনেক ভালো বিদায় প্রাপ্য। আমি আশা করি, আগামী ম্যাচে হয় ব্রাইটনের বিপক্ষে, নয়তো মৌসুমের শেষ ম্যাচে সমর্থকেরা ওকে সেই শ্রদ্ধা দেখাবে।"
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫৩টি ম্যাচ খেলেছেন, করেছেন ২৩টি গোল। ক্লাবের হয়ে জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ এবং লিগ কাপ।
এই সব কিছুর প্রেক্ষিতে সালাহর বিশ্বাস, ট্রেন্টের বিদায় হওয়া উচিত একদম রাজকীয়ভাবে। "আমি ওকে খুবই ভালোবাসি,
ওর প্রাপ্যই ছিল দারুণ একটি বিদায়। সে শুধু ক্লাবের জন্য নয়, পুরো শহরের জন্য অনেক কিছু করেছে। সে নিঃসন্দেহে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন", বলেন সালাহ।
গত মাসেই নতুন দুই বছরের চুক্তিতে লিভারপুলে থাকা নিশ্চিত করেছেন সালাহ। তিনি জানান, ট্রেন্টের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে, তবে তাকে থাকার জন্য জোর করেননি।
সালাহ বলেন, "আমার মনে হয়, ওর নতুন একটা চ্যালেঞ্জ দরকার ছিল। ও আমাকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। আমি জানি, ২০ বছর ধরে একটা ক্লাবে খেলা সহজ নয়। এটা মানসিকভাবে অনেক কষ্টের। ও যা জিতেছে, একবার নয়, দুই-তিনবার করে, আর কিছুই বা অর্জন করার ছিল ওর?"
"ওর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই, আর কোনোভাবে বোঝানোর চেষ্টা করিনি।"
লিভারপুলের এক কিংবদন্তির বিদায়ের প্রাক্কালে সালাহর কথাগুলো যেন অনুরণিত করছে আরও অনেক সমর্থকের মনে। এখন দেখার পালা, মাঠ থেকে বিদায়ের সময় সত্যিই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড তার প্রাপ্য সম্মানটা পান কিনা।