স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১১:২৪ এএম
লা লিগার শিরোপা উৎসবের অপেক্ষায় থাকা বার্সেলোনাকে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে। কেননা মায়োর্কার বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নিয়ে বার্সার শিরোপা উৎসব বিলম্বিত করেছে রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে মায়োর্কার মাঠে শুরুটা ভালো হয়নি লস ব্লাঙ্কোসদের। ম্যাচের ১১ মিনিটেই মার্টিন ভ্যালজেন্টসের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি তরুণ স্ট্রাইকার এন্দ্রিক। চোটের কারণে দলে ছিলেন না দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোস।
তবে দ্বিতীয়ার্ধে ফিরেই ম্যাচে ফিরে আসে কার্লো আনচেলত্তির দল। ৬৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পের একক নৈপুণ্যে তিন ডিফেন্ডারকে কাটিয়ে সমতা ফেরান ফরাসি তারকা। এটি তার মৌসুমের ৪০তম গোল।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই যাচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ের পঞ্চম মিনিটে উদীয়মান ডিফেন্ডার জ্যাকোবো র্যামনের দারুণ গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চার এ নামিয়ে এনেছে রিয়াল। তবে কাতালানদের সামনে শিরোপা জয়ের সুযোগ এখনও উন্মুক্ত। পরবর্তী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে ইয়ামাল-লেভানদোস্কিরা।
এর আগে এল ক্লাসিকোতে রিয়ালের পরাজয় বার্সাকে একপ্রকার শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। তবে শিরোপা উৎসবের জন্য এখনও বার্সাকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।