images

স্পোর্টস / ফুটবল

বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ রিয়ালের সাবেক তারকা

স্পোর্টস ডেস্ক

১৪ মে ২০২৫, ০৯:২৯ পিএম

এই মৌসুমটা যে রিয়াল মাদ্রিদ কোনো শিরোপা জেতা ছাড়াই শেষ করছে তা প্রায় অনেকটাই নিশ্চিত। বার্সেলোনার কাছে হারের পর লা লিগা শিরোপা হাতছাড়া হয়েই গিয়েছে। আজ মায়োর্কার বিপক্ষে রিয়াল হারলেই চ্যাম্পিয়ন হবে কাতালান ক্লাবটি। এদিকে এল ক্লাসিকোয় বার্সার খেলা দেখা মুগ্ধ হয়েছেন লস ব্লাঙ্কোসদের সাবেক তারকা টনি ক্রুজ। সাবেক প্রতিদ্বন্দ্বী ক্লাবের প্রশংসাও করেছেন প্রাণখুলে।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচে প্রথমেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। এরপরও শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছে ৪-৩ গোলে। এদিকে নিজের সাবেক দল ২-০ গোলে এগিয়ে গেলেও রিয়াল শেষ পর্যন্ত জিততে পারবে কি না তা নিয়ে সন্দিহান ছিলেন বলেই জানিয়েছেন ক্রুজ।

তিনি বলেন, 'পুরো মৌসুম জুড়েই এই অনুভূতিটাই ছিল। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও মনে হচ্ছিল, ম্যাচটা রিয়ালের পক্ষে যাবে কি না—সেই সন্দেহ ছিল। সত্যি বলতে, ২-০ এগিয়ে যাওয়াটা আমার কাছে আশীর্বাদ ছিল।'

তবে বার্সা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে ক্রুজ বলেন, 'বার্সার আসল শক্তি এখানেই—ওরা খেলা চালিয়ে যায় এমনভাবে যেন কিছুই ঘটেনি। হারের ভয় বা চাপ কোনোভাবেই বোঝা যায় না। ২-০ পিছিয়ে পড়েও রিয়াল খেলায় আত্মবিশ্বাস দেখাতে পারেনি—এটাই চোখে পড়েছে।'

তিনি আরও বলেন, 'ওদের বল কন্ট্রোলে দারুণ দক্ষতা। রিয়ালের দলে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারেনি, যেটা ছিল বিস্ময়কর। এগিয়ে গিয়েও আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি যা আমার কাছে অবাক লাগছে।'

রিয়ালের রক্ষণের ব্যর্থতার কথা জানিয়ে ক্রুজ বলেন, 'প্রায় পুরো ডিফেন্স হারিয়ে ফেলেছে দল। রিয়াল মাদ্রিদের মতো দলের পেছন থেকে খেলা গড়ে তুলতে হলে সেজন্য বিশেষ ধরনের খেলোয়াড় দরকার। বেশিরভাগ দলই এখন সামনে থেকে চাপ দেয়, আর এ কারণেই সেরা দলের বিপক্ষে লড়াই করা কঠিন হয়ে পড়েছে।'