স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ০১:২৪ পিএম
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আর বেশিদিন দেখা যাবে না কার্লো আনচেলত্তিকে। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। যদিও রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সোমবার আনচেলত্তির নিয়োগ নিশ্চিত করেছে। ৬৫ বছর বয়সী এই কোচ আগামী ২৬ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন। সেলেসাও তারকাদের জন্য আরও একটি সুখবর, ব্রাজিল জাতীয় দলে আবারও একত্রিত হতে পারেন ফুটবলের ইতিহাসের অন্যতম সফল জুটি কার্লো আনচেলত্তি এবং কাকা।
সিএনএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি জাতীয় দলের সহকারী কোচ হিসেবে তার প্রিয় শিষ্য, কিংবদন্তি মিডফিল্ডার কাকাকে দলে নিতে আগ্রহী। এই পরিকল্পনার মূল লক্ষ্য ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিলকে আবার বিশ্বসেরা করে তোলা। আনচেলত্তি-কাকার সম্পর্কটা শুধুই কোচ ও ফুটবলার নয়; একসঙ্গে তাদের পথচলা ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
এসি মিলানে কাকার সঙ্গে আনচেলত্তির জুটি গড়ে তোলে সাফল্যের নতুন অধ্যায়। ক্লাবটির হয়ে তারা একসঙ্গে জিতেছেন পাঁচটি বড় ট্রফি, যার মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কাকার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যক্তিগত অর্জন ২০০৭ সালের ব্যালন ডি’অর সেই সময়ও কোচ ছিলেন আনচেলত্তি। এরপর ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে আবারও এক মৌসুমের জন্য মিলিত হন এই জুটি।
যদিও সে অধ্যায় বেশি দিন টেকেনি, আনচেলত্তি পরে রিয়াল মাদ্রিদকে এনে দেন ঐতিহাসিক ‘লা ডেসিমা’ ক্লাবটির দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কোচিং ক্যারিয়ারে কাকার অভিজ্ঞতা এখনও সীমিত। তবে ২০২১ সালে তিনি কাজাখস্তান দলের হয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপে দায়িত্ব পালন করেন। সেটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম বড় ভূমিকা।
আনচেলত্তির সহকারী হিসেবে দায়িত্ব পেলে, ব্রাজিল জাতীয় দলের মতো একটি ঐতিহ্যবাহী ও চাপে ভরা দলে কাজ করাটা হবে কাকার জন্য জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে ব্রাজিলের কোচ হিসেবে একজন বিদেশিকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লুলা প্রকাশ্যে আনচেলত্তির নিয়োগের বিরোধিতা করেছেন। তার মতে, ব্রাজিলের মতো ফুটবল-সমৃদ্ধ একটি দেশের কোচ হতে হলে ব্রাজিলিয়ানই হওয়া উচিত।
তবে ফুটবল ফেডারেশন আনচেলত্তির অভিজ্ঞতা, সাফল্য ও নেতৃত্বগুণের ওপর ভরসা রেখেই তাকে এই দায়িত্ব দিয়েছে। ১২ মে আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার পরিকল্পনা শুরু হয়ে গেছে। কাকাকে দলে টানার সম্ভাবনা সেই পরিকল্পনার অংশ।