স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১২:৩১ পিএম
এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেন এখন বাংলাদেশ জাতীয় দলের বাইরে। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ক্রিকেটার শুরুতে ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে নজর কাড়েন। তবে মাঠের বাইরের কিছু নেতিবাচক ঘটনার কারণে ধীরে ধীরে হারিয়ে যান আলোচনার কেন্দ্র থেকে। সবশেষ ২০১৮ সালে জাতীয় দলে খেলেছিলেন নাসির।
নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় দুই বছর পর আবার মাঠে ফিরেছেন তিনি। চলতি বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন। এবার লক্ষ্য জাতীয় দলে ফেরা।
সেলিব্রিটি ক্রিকেট লিগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন, ‘বাংলাদেশে সবই সম্ভব। সুযোগ-সুবিধা পেলে জাতীয় দলে অবশ্যই ফেরা সম্ভব। তবে শুধু বললেই হবে না, পারফর্ম করেই ফিরতে হবে।’
বর্তমান বাংলাদেশ দলের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের উদাহরণ টানেন এই ক্রিকেটার। তাঁর ভাষায়, ‘ভারতের একটি স্কুল ক্রিকেটে যেসব সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে তাও নেই। তারপরও বাংলাদেশ ভালো খেলে, তবে আরও ভালো খেলার সুযোগ ছিল।’
২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে নাসির হোসেন খেলেছেন ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি। সব মিলিয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ২৬৯৫ রান, নিয়েছেন ৩৯ উইকেট। রয়েছে ২টি শতক ও ১৪টি অর্ধশতক।
৩৩ বছর বয়সে জাতীয় দলে ফেরা কঠিন হলেও হাল ছাড়ছেন না নাসির। আগামী মৌসুমে ভালো পারফরম্যান্সের মাধ্যমে আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।